কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার বসিরহাট বিএড কলেজের শিক্ষক।

হাইলাইটস
- এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিএড কলেজের এক লেকচারারের বিরুদ্ধে।
- বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
- পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।
রাস্তাতেই তাঁকে উত্যক্ত করতে থাকে। রাস্তার উপরেই ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় ওই ছাত্রীকে এমনটাই অভিযোগ। ছাত্রী চিৎকার করলে সেখানকার মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পুরো বিষয়টি শোনার পর স্থানীয় বাসিন্দারা বিএড কলেজের লেকচারার অভিজিৎ বিশ্বাসকে আটকে রাখে। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়।
বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তী ক্ষেত্রে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এই কলেজ ছাত্রী অভিযুক্ত শিক্ষকের পূর্ব পরিচিত ছিল। গোটা বিষয়টি কি হয়েছিল তা ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক অভিজিৎ বিশ্বাস। তিনি বলেন, ” আমি ছাত্রীকে চিনি না। আমার সঙ্গে পরিচয় নেই। একবার ফোনে কথা বলেছিলাম। আরেকবার কথা বলেছিলাম। উনি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।” তবে ওই যুবতীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরেই তাঁকে উত্যক্ত করতো। ফোন করেও উত্যক্ত করা হতো। ঘটনার দিন অভিযুক্ত শিক্ষক তাঁর পিছু নেয়। রাস্তাতেই শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেই পুলিশের দ্বারস্থ হন ওই কলেজ ছাত্রী। আজ, বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে আদালতে তুলে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ