প্রভু যীশুখ্রীষ্টের জন্মদিবস উপলক্ষ্যে রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে আয়োজন চলছে জোর কদমে।

হাইলাইটস
- প্রভু যীশুখ্রীষ্টের জন্মদিবস উপলক্ষ্যে উৎসবের আনন্দে ভেসে ওঠার অপেক্ষায় বিশ্ববাসী।
- উৎসবের প্রাক প্রস্তুতি ঘিরে এখন তুমুল ব্যস্ততা রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে।
- প্রতি বছর উৎসবে মুখরিত হয়ে ওঠে মানব সমাজ।
বৃহস্পতিবার সকাল থেকেই সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন। রঙীন আলোরও ব্যবস্থা করা হয় গোটা চত্বর জুড়ে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট। নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ। প্রতিবছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এই গির্জায়। চার্চের ফাদার সান্দাপ্পান জানান, প্রতিবারের মত ২৪ শে ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা। রাতে প্রার্থনা সেরে কেক কাটা হবে। আনন্দে মাতবেন সকলেই। ২৫ তারিখ সকালেও প্রার্থনা হবে। সকলের জন্য খুলে দেওয়া হবে গির্জার দ্বার। মানুষ এসে প্রভুর কাছে প্রার্থনা জানাবেন। প্রভু যীশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ জানুয়ারি পুরাতন ক্যাথিড্রালের পিছনে নব নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। বিশপ আলফোনসাসের নির্দেশনায় এবং সক্রিয় তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলে ৩ বছর ১০ মাস ধরে। ২০১০ সালের ১৭ নভেম্বর বিশপ আলফোনসাস ডি’সুজা এই গির্জার উদ্বোধন করেন। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের এই পবিত্র স্থান এখন সর্বজনীন। প্রতি বছরই যিশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিনে আলোকমালায় সাজিয়ে তোলা হয় সাধু জোসেফের চার্চ। প্রতি বছর রায়গঞ্জ ছাড়াও হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইসলামপুর এমনকী পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকেও হাজার হাজার মানুষ এসে এই গির্জার উপাসনাস্থলে ভিড় জমায়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
