কোচবিহারে পরিবহণ দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন করলেন বিভিন্ন ট্রাক চালক এবং কর্মীরা।

হাইলাইটস
- পরিহণ দফতরের নামে এখানে টাকা নিয়ে পিছনের ট্রাক আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
- নির্দিষ্ট কয়েকটি ট্রাককে দিনের পর দিন টাকার বিনিময়ে সরসারি সীমান্তের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
- অভিযোগ এনে এবার পরিবহণ দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন করলেন বিভিন্ন ট্রাক চালক এবং কর্মীরা।
ক্ষুব্ধ কয়েককজন ট্রাক কর্মীর অভিযোগ, সুবিধা সিস্টেম চালু হওয়ার পরেও নথিপত্র দেখার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। অনেক সময় নথিপত্র ঠিক না থাকলেও সেইসব ট্রাকগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে, বিনিময়ে এক শ্রেণির দালাল টাকা নিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের নজরে আসছিল বেশ কয়েকটি ট্রেলার গাড়িকে এখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, শ্লট বুকিং সিস্টেম চালু করেও বাংলাদেশে ট্রাক পাঠানোর কাজে স্বচ্ছতা বজায় থাকছে না৷ ফলে তাঁরা প্রশ্ন তুলেছেন, স্বচ্ছতা আনতে যখন রাজ্য সরকারের তরফে শ্লট বুকিং সিস্টেম চালু করা হয়েছে, তা সত্ত্বেও তাঁদের সমস্যা হচ্ছে কেন? যদি এর সুবিধা ট্রাক চালকরা না পান, তাহলে এই সিস্টেম চালু করার মানে কী?
এই ঘটনায় তাঁরা সরাসরি পরিবহণ দফতরের বিরুদ্ধে অভিযোগ এনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান। এনিয়ে ব্যাপক গণ্ডগোল বেঁধে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ পুলিশের SDPO অরিজিৎ পাল চৌধুরী, CI পুরণ রাই। যদিও এনিয়ে তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। এর প্রতিবাদ জানিয়েছেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতিও। এনিয়ে সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন, ‘‘আমি OC কে জানিয়েছি, এখানে টাকা নেওয়া হচ্ছে৷ ওনার কাছেও খবর আছে বলে জানান৷ এবিষয়ে তিনি তদন্ত করবেন বলেও আশ্বাস দেন৷ প্রশাসন খতিয়ে দেখে সঠিক বিচার করুক৷ কারণ এভাবে ব্যবসা করা সম্ভব নয়৷’’ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ