রাজ্যের ২২টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত এক মাসে যত কোভিড পজিটিভ কেস নথিভুক্ত হয়েছে তাদের নমুনা পাঠাতে বলা হয়েছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিনে। অপর একটি কেন্দ্র কল্যাণীর ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স সেখানে আরও ৭টি সরকারি মেডিক্যাল কলেজের নমুনা পাঠানোর কথা বলা হয়েছে। কোনওভাবে রাজ্যে নতুন ভ্যারিয়্যান্ট থাবা বসিয়েছে কিনা তা বোঝার জন্য এই পদক্ষেপ।
রাজ্যের কোভিড পরিস্থিতি…
বাংলায় কোভিড পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, সেই দিন রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ১ জন, কোভিড মৃত্যু শূন্য। বুধবার কোভিড নিয়ে একটি বিশেষ নজরদারি কমিটি তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সেই কমিটির সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা।
রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত না থাকলেও যাতে কোনওভাবেই এই ভাইরাস দাপট দেখাতে না পারে সেজন্য উদ্যোগী প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভেবেছিলাম করোনা শেষ হয়েছে। কিন্তু, ফের একবার সংক্রমণ বাড়ছে। দিল্লিতে কোভিড হচ্ছে। জাপানেও হচ্ছে। দিল্লিতেও এসে পৌঁছেছে। এখানে আসতে আর কত সময় লাগবে কে জানে! পুরো পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে।”
তবে কোভিড নিয়ে এখনই কোনও বিধিনিষেধ আরোপিত করা হচ্ছে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আলাদা করে কোনও বিধিনিষেধ আরোপিত হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুরক্ষা মূলক পদক্ষেপ করা হবে। আমাদের এখানে কিছু হয়নি। এখানে কেন মানুষ উৎসব পালন করবে না! কোভিড পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে। মাস্ক সহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে।”