Covid Update West Bengal : পরীক্ষায় জোর, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে নির্দেশিকা রাজ্যের – west bengal health department issued a guideline on covid test


চিন, ব্রাজিল, আমেরিকায় ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও তথ্য নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কোভিড মোকাবিলায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল রাজ্য। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে কোভিড টেস্টের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমস্ত হাসপাতাল, হেলথ সেন্টার এবং SARI কেয়ারগুলিতে যাতে কোভিডের RT PCR টেস্টের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এলে তাঁর RT PCR কোভিড টেস্ট করতে হবে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজ ও RT-PCR ল্যাবগুলিকে সাহায্যের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোভিড পজিটিভ নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা করা হয়। সেই নির্দেশ মোতাবেক পদক্ষেপ করছে বাংলাও। মোটের উপর কোভিড টেস্টে জোর দেওয়া হচ্ছে।

Mamata Banerjee: ‘এখনই কোনওরকম বিধিনিষেধ জারির পরিকল্পনা নেই’, কোভিড পরিস্থিতি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর
রাজ্যের ২২টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত এক মাসে যত কোভিড পজিটিভ কেস নথিভুক্ত হয়েছে তাদের নমুনা পাঠাতে বলা হয়েছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিনে। অপর একটি কেন্দ্র কল্যাণীর ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স সেখানে আরও ৭টি সরকারি মেডিক্যাল কলেজের নমুনা পাঠানোর কথা বলা হয়েছে। কোনওভাবে রাজ্যে নতুন ভ্যারিয়্যান্ট থাবা বসিয়েছে কিনা তা বোঝার জন্য এই পদক্ষেপ।

রাজ্যের কোভিড পরিস্থিতি…
বাংলায় কোভিড পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, সেই দিন রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ১ জন, কোভিড মৃত্যু শূন্য। বুধবার কোভিড নিয়ে একটি বিশেষ নজরদারি কমিটি তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সেই কমিটির সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা।

Coronavirus in India : BF.7 নিয়ে বাড়ছে আতঙ্ক, এবার করোনা আক্রান্ত চিন ফেরত ব্যবসায়ী
রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত না থাকলেও যাতে কোনওভাবেই এই ভাইরাস দাপট দেখাতে না পারে সেজন্য উদ্যোগী প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভেবেছিলাম করোনা শেষ হয়েছে। কিন্তু, ফের একবার সংক্রমণ বাড়ছে। দিল্লিতে কোভিড হচ্ছে। জাপানেও হচ্ছে। দিল্লিতেও এসে পৌঁছেছে। এখানে আসতে আর কত সময় লাগবে কে জানে! পুরো পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে।”

Fake Covid Whatsapp Message : করোনার XBB ভ্যারিয়্যান্ট নিয়ে ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজ ভুয়ো, জানাল স্বাস্থ্য মন্ত্রক
তবে কোভিড নিয়ে এখনই কোনও বিধিনিষেধ আরোপিত করা হচ্ছে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আলাদা করে কোনও বিধিনিষেধ আরোপিত হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুরক্ষা মূলক পদক্ষেপ করা হবে। আমাদের এখানে কিছু হয়নি। এখানে কেন মানুষ উৎসব পালন করবে না! কোভিড পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে। মাস্ক সহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *