কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। যদিও পাহাড়ের পার্শ্ববর্তী বাকি অঞ্চলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বড়দিনে বৃষ্টি নামতে চলেছে দার্জিলিঙে। তবে ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শৈলশহরে।
এই মুহূর্তে দার্জিলিঙের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এমন হাড়কাঁপানো ঠান্ডায় ছিঁটেফোঁটা বৃষ্টিও কতটা অস্থিত্ব বাড়িয়ে দিতে পারে তা আলাদাভাবে বলে দিতে হবে না। এছাড়া বড়দিনে বৃষ্টির পূর্বাভাসে পর্যটকদের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের কপালেও চওড়া ভাঁজ। বড়দিন উপলক্ষে একাধিক ফেস্টিভ্যালের আয়োজন রয়েছে শৈলশহর দার্জিলিঙ সহ পার্শ্ববর্তী এলাকায়। এই শীতে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ফেস্টিভ্যালের প্ল্যান।
বৃহস্পতিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১২ এর আশপাশে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কালিম্পংয়েও রয়েছে যথেষ্ট ঠান্ডা। দিনের তাপমাত্রা ১৬-এর ঘরে তো রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও শিলিগুড়ির (Siliguri) সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এমন মরশুমে কড়া ঠান্ডায় পাহাড়ের নৈসর্গিক শোভার ব্যাপারই আলাদা। অন্যদিকে, বাকি বাংলায় আগামী চারদিনে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। অন্যান্যবারের তুলনায় উষ্ণ বড়দিন পালন করতে চলেছে বাকি বাংলা।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।