Pradhan Mantri Housing Scheme : আবাসের কাজে দেরি হলেই জরিমানা – pradhan mantri awas yojana in case of delay in the construction of houses centre will take fine


তাপস প্রামাণিক
PM Awas Yojana Gramin : প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের বাড়ি তৈরির কাজে দেরি হলে দিতে হবে জরিমানা। এই প্রকল্প রূপায়ণের জন্য প্রশাসনিক খরচ চালাতে কেন্দ্রের বরাদ্দ থেকেই জরিমানার টাকা কেটে নেবে দিল্লি। দিন কয়েক আগে রাজ্যকে চিঠি দিয়ে সে কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) তালিকা তৈরি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জায়গায় ক্ষোভ-বিক্ষোভ, সমস্যা তৈরি হয়েছে। প্রকৃত প্রাপকদের বদলে তালিকায় অর্থবানদের নাম ঢোকায় নতুন করে তদন্তে নামতে হয়েছে প্রশাসনকে। এরই মধ্যে কেন্দ্রের তরফে এই জরিমানার হুমকি-বার্তা। রাজ্য পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাপ্রাপকদের তালিকা তৈরি করতে গিয়ে সরকারি আধিকারিক ও এই কাজে নিযুক্তদের অনেককেই বিভিন্ন পদে বাধার মুখে পড়তে হচ্ছে। তাঁদের বক্তব্য, এই অবস্থায় অযোগ্যদের বাদ দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করতে বাড়তি সময় লাগবে।

Pradhan Mantri Awas Yojana : নিজে আবাস যোজনায় চোখ রাখবে কেন্দ্র
রাজ্য প্রশাসনের বক্তব্য, আবাস যোজনার বাড়ি নির্মাণে একশো দিনের কাজের কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক। অথচ, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের প্রকল্পে টাকা ছাড়ছে না। যাঁরা একশো দিনের কাজ করেন, টাকা না-পাওয়ায় তাঁদের অনেকেই এখন কাজে আসছেন না। যতদিন না কেন্দ্র একশো দিনের টাকা ছাড়ছে, ততদিন পর্যন্ত দিল্লির শর্তাবলি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে বলে রাজ্যের বক্তব্য। সরকারি অফিসারদের প্রশ্ন, এই অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে আবাস যোজনার বাড়ি কী ভাবে তৈরি সম্ভব?

PM Awas Yojana : আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ, ২০১৮-র তালিকা বাতিল করার দাবি
বাড়ি তৈরির কাজে দেরি হলে কোন পর্যায়ে কত টাকা জরিমানা দিতে হবে, তার একটি তালিকা রাজ্যকে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বাড়ি তৈরির অনুমোদন পাওয়ার তারিখ থেকে এক মাস কিংবা তার বেশি দেরি হলে প্রথম মাসের জন্য বাড়ি পিছু ১০ টাকা জরিমানা দিতে হবে। এর পর প্রতি মাসে দেরির জন্য ২০ টাকা করে জরিমানা দিতে হবে রাজ্যকে। বাড়ি তৈরির অনুমোদন পাওয়ার সাত দিনের মধ্যে প্রথম কিস্তির টাকা সুবিধাপ্রাপকদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। তার বেশি দেরি হলে প্রতি সপ্তাহে বাড়ি পিছু ১০ টাকা জরিমানা দিতে হবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি সুবিধাপ্রাপকদের ৩ মাসের বেশি দেরি হয়, তা হলে প্রত্যেক মাসে বাড়ি পিছু ১০ টাকা জরিমানা নেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ২ মাসের মধ্যে তৃতীয় কিস্তির টাকা ঢুকে যাওয়ার কথা।

Pradhan Mantri Awas Yojana : দোতলা বাড়ি, তবুও লিস্টে প্রধানের স্ত্রী
অন্যথায় প্রতি মাসে ১০ টাকা করে জরিমানা বাবদ কেটে নেবে কেন্দ্র। তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তির মধ্যে ২ মাসের ব্যবধান। তার বেশি সময় লাগলে মাসে ১০ টাকা করে জরিমানা গুনতে হবে রাজ্যকে। এমনকী, বাড়ির ছবি আপলোড করতে দেরি হলেও মাসে ১০ টাকা করে জরিমানা গুণতে হবে। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি পেতে নিজস্ব জমি থাকতে হয়। তবে রাজ্য সরকার ভূমিহীনদের বাড়ি তৈরির জন্য জমিদান করলে তাঁরাও আবাস যোজনার সুবিধে পাবেন। নিজস্ব জমি নেই, আবাস যোজনায় এমন আবেদনকারীর সংখ্যা পশ্চিমবঙ্গে মোট ৩৪০০। তার মধ্যে ২৬৪২ জনকে ইতিমধ্যেই জমি দিয়েছে সরকার। বাকিদের ১৫ ডিসেম্বরের মধ্যে জমি দিতে হবে রাজ্যকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *