Siliguri News : শহরের লজ থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে – siliguri man body recovered from siliguri lodge


শিলিগুড়িতে লজের রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

 

Siliguri
শিলিগুড়ি

হাইলাইটস

  • লজের রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷
  • ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায়।
  • ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে লজের কর্মীদের মধ্যে।
লজের (Lodge) রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) হাকিমপাড়া এলাকায়। বুধবার রাতে বিধান রোড সংলগ্ন একটি লজের রুমে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নামে প্রদীপ রায় (৫৪)। মালদার (Malda) বাসিন্দা তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে লজের কর্মীদের মধ্যে। পরে রাতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) পাঠাবে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ (Panitanki Outpost Police)৷ পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা বছর চুয়ান্নর প্রদীপ রায় ৯ ডিসেম্বর থেকে শিলিগুড়ির একটি লজে ছিলেন। এক ব্যক্তির সঙ্গে লজে উঠেছিলেন প্রদীপ রায় নামে ওই ব্যক্তি।

Siliguri News : টোটো থেকে নামিয়ে স্ত্রীর মাথায় ইটের আঘাত, শিলিগুড়িতে মর্মান্তিক ঘটনা
মালদা থেকে এসেছিলেন বলে লজের কর্মীদের জানান তিনি। কাজ সম্পর্কিত বিষয়ে শিলিগুড়িতে আসা বলে জানিয়েছিলেন তিনি। তারপর থেকে ওই ব্যক্তি মাঝেমধ্যে বাইরে যেতেন। খাবার অর্ডার দিতেন। কয়েকদিন আগে তাঁর সঙ্গে আসা আর এক ব্যক্তি রুম ছেড়ে দেন। পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে আসা ব্যক্তি চলে যাওয়ার পর থেকে একাই লজের রুমে ছিলেন প্রদীপ রায়। বুধবার অবধি তাঁর রুম বুকিং ছিল। লজের কর্মীদের দাবি, বুধবার সকাল থেকে তাঁকে রুম থেকে বের হতে দেখেননি লজের কর্মীরা। এরপর সন্ধ্যায় রুমের সামনে গিয়ে কর্মীরা ডাকাডাকি করেন। তারপরও সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। পানিট্যাঙ্কি ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে রুমের দরজা ভাঙে। এরপরই ঝুলন্ত অবস্থায় ব্যক্তিকে পাওয়া যায়।

Siliguri Police : দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিতে জখম পুলিশকর্মী, শিলিগুড়ির শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য
বুধবার রাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় লজের রুম থেকে। যদিও রুম থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। লজের মালিক জানান, ব্যক্তির সঙ্গে আসা আর একজন ১৬ ডিসেম্বর চলে যান। তারপর থেকে একা ছিলেন এই ব্যক্তি। কোনও কিছু অস্বাভাবিক মনে হয়নি। বুধবার সকাল থেকে দরজা না খোলাতে সন্দেহ হয়। এরপর পুলিশ ডাকা হয়। দরজা খুলতেই দেখা যায়, রুমে একটি ফ্যানে দড়িতে ফাঁস দিয়েছিলেন। এভাবে লজে এই ব্যক্তির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *