Siliguri News: ১৫ দিন ধরে শ্বাসনালীতে জ্যান্ত জোঁক, জটিল অস্ত্রোপচারে মুক্তি – siliguri news mirik residents life saved after doctor took out the leech from his throat


North Bengal Medical College and Hospital সাংঘাতিক কাশি ও নিঃশ্বাসের সমস্যায় ভুগছিলেন এক ব্যক্তি। ১৫ দিন ধরে প্রায় চলছিল এই সমস্যা। শিলিগুড়িতে এসে সাংঘাতিক অসুস্থ অবস্থায় ভর্তি হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁকে পরীক্ষা করতে গিয়েই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। দেখা যায় ওই ব্যক্তি গলায় আটকে রয়েছে আস্ত এক জোঁক।

জানা গিয়েছে, অসুস্থ ব্যক্তি নাম সাজিন রাই। জ্যান্ত অবস্থায় জোঁকটি ১৫ দিনেরও বেশি তাঁর গলায় আটকে ছিল। পাহাড়ি ঝর্ণা থেকে জল খেতে গিয়েই সম্ভবত এই বিপত্তি। জানা গিয়েছে প্রায় দুই সপ্তাহ আগে ওই ব্যক্তি ঝর্ণার জল পান করেছিলেন। তার পর থেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেসময় জলের সঙ্গেই তাঁর গলায় চলে যায় ওই জ্যান্ত জোঁক। কত কয়েকদিন ধরেই জোঁকটি ওই ব্যক্তির শ্বাসনালিতে আটকে ছিল। এর ফলে সাংঘাতিক কাশি-ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

Siliguri News : শহরের লজ থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

১৫ দিন ধরে লাগাতার এই সমস্যায় সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন সাজিন । শেষ পর্যন্ত অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষাল করতেই জানা যায় আসল কারণ।

Siliguri News : শিলিগুড়িতে বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে পথ কুকুরকে ‘ধর্ষণ’, থানায় অভিযোগ দায়ের

জটিল অস্ত্রোপচারের মাধ্যমে উত্তরবঙ্গ মেডিক্যালের একদল দক্ষ চিকিৎসকের হাত যশে জীবন রক্ষা পেল ওই ব্যক্তির। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অপারেশন। বের করে আনা হয় জোঁকটিকে। ইএনটি বিভাগের বিভাগের চিকিৎসক ডাঃ রাধেশ্যাম মাহাতো জানান, বুধবার ব্যক্তি মেডিক্যালে আসেন। এরপরই দেখা যায় শ্বাসনালীতে আটকে রয়েছে জোঁক। এমন অস্ত্রোপচার আগে হয়নি বলে জানান তিনি। ৪০ বছরের চিকিৎসা জীবনে এমন অভিজ্ঞতা কখনও হয়নি বলে জানাচ্ছেন চিকিৎসক নিজে। জটিল অপারেশনটির চিকিৎসক দলে ছিলেন নাক-কান-গলা (ENT) বিভাগের চিকিৎসক রাধেশ্যাম মাহাতো, সৌমিক দাস, মনিদীপা সরকার, তুহিন শাসমল, আজাহুরুদ্দিন গৌতম দাস, সৌমেন্দু ভৌমিক এবং অজিতাভ সরকার। অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন চিকিৎসক অভিষেক গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। জীবন ফিরে পেয়ে চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন সাজিন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *