শূন্য পেয়েও সরকারি চাকরি করছে ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মী? এবার কড়া অবস্থান নিতে পারে কলকাতা হাইকোর্ট।

হাইলাইটস
- OMR শিটে মেলেনি এক নম্বরও, কিন্তু চাকরি পেয়ে গিয়েছে!
- এবার অনিয়মে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষাকর্মীদের তথ্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তুলে ধরল CBI।
- বেআইনি নিয়োগ পাওয়া এই 1698 জন গ্রুপ ডি কর্মী যাতে আর একদিনও স্কুলে কাজ করতে না পারে সেই বিষয়ে সচেষ্ট কলকাতা হাইকোর্ট।
এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, “ডিজিটালি এক ক্লিকে যে কোনও তথ্য জোগাড় করা সম্ভব।” এদিন CBI আদালতে জানায়, OMR শিটে হয়তো কেউ শূন্য পেয়েছে। কিন্তু, তার নামের পাশে ৪৩ বসিয়ে দেওয়া হয়। যখন এই দুর্নীতির ঘটনা ঘটে সেই সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মীর বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে।
অন্যদিকে, SSC নিয়োগ মামলায় সুবীরেশ ভট্টাচার্যের জামিনের মামলা নিয়ে বুধবার কলকাতা হাইকোর্ট বলে, “শিক্ষায় নিয়োগ-দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে”। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই এই মন্তব্য করা হয়েছিল। আদালতে জামিনের আবেদন করার পরেই পালটা প্রশ্ন ওঠে কীভাবে সুবীরেশ ভট্টাচার্যের অনুমতি ছাড়া এই ধরনে ঘটনা ঘটে? হয় তিনি অকর্মণ্য বা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাথা ছিলেন। সেক্ষেত্রে তিনি কি ঘুমিয়েছিলেন?” গতকাল তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
