West Bengal News : ৪০ মিনিটে ১৯ হাজার বিল! ঘাটালের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অন্যায্য টাকা নেওয়ার অভিযোগ – ghatal nurshing home excessive bill patients family showed protest


মাত্র ৪০ মিনিট ভর্তি ছিলেন রোগী, তাতেই বিল ১৯ হাজার টাকা। ঘাটালের নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল।

 

Ghatal Nurshing Home
ঘাটালের বেসরকারি হাসপাতালে শোরগোল

হাইলাইটস

  • মাত্র 40 মিনিট ভর্তি ছিলেন রোগী।
  • তাতেই বিল 19 হাজার টাকা।
  • পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল।
West Medinipur News: মাত্র ৪০ মিনিট ভর্তি ছিলেন রোগী। তাতেই বিল ১৯ হাজার টাকা। নার্সিংহোমের (Nurshing Home) বিল দেখে হতবাক রোগীর পরিজনেরা। এখানেই শেষ নয়, অভিযোগ, নার্সিংহোমের দাবি করেছে বিল না মেটালে ছাড়া হবে না মৃতদেহ। গ্রাহ্য করা হবে না স্বাস্থ্যসাথী কার্ডও। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটালের (Ghatal) এক নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। মৃতের পরিবার অবশেষে দ্বারস্থ হয় পুলিশের। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যেতেই বিল কমে এল ৫ হাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার বন্দর এলাকার বাসিন্দা নিহার বর ভর্তি হন ওই নার্সিংহোমে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বুধবার ভোর নাগাদ তাঁকে ভর্তি করে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের কুশপাতায় একটি নার্সিংহোমে।

West Bengal Panchayat Election : বাঁধ সারাই ঘিরে মারধরের অভিযোগ, ঘাটালে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
পরিবারের সদস্যদের অভিযোগ, ভর্তি করার প্রায় ৪০ মিনিট পরেই মৃত্যু হয় নিহারের । আর তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় এই কয়েক মিনিটেই বিল হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। দ্রুত সেই বিল মিটিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা জানানো হয়। কয়েক মিনিটে নার্সিংহোমের এত বিল দেখেই হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বিবাদ। ভিন জেলার বাসিন্দা হওয়াতে নার্সিংহোমের এই জুলুৃমের কথা জানানো হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল যায় ঘাটাল থানার পুলিশ (Ghatal Police)। রোগীর এক পরিজন পবিত্র জানা বলেন, ” আমার বন্ধুর বাবাকে ভর্তি করার আধ ঘণ্টার পর মারা যান। এইটুকু সময়ের মধ্যে বলছে বিল হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। কী করে হয় এটা ? এমনকি স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিতেও অস্বীকার করে। বিল না মেটালে দেহ ছাড়া হবে না বলে জানাচ্ছিল। বাধ্য হয়ে আমরা পুলিশকে জানায়। তখন পাঁচ হাজার টাকার মধ্যে মিটিয়ে নেয়।” রোগীর পরিবারের সদস্যরা জানান, পুলিশের কাছে গিয়ে এরকম অভিযোগ করার কারণেই বিল কমানো হল। অনেক মানুষ এইভাবে ঠকতেও পারেন।

Ghatal School : স্কুলে ডেকে প্রেমিককে জাপটে ঠোঁটে ঠোঁট ছাত্রীর, শোরগোল ঘাটালে
মৃতের পরিবারের আরও অভিযোগ, তাঁদের জানানো হয়েছিল ১৯ হাজার টাকা বিল মেটাতে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও পাকা বিল দেবে না। এমনকি স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া হবে না বলেও দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। বিলের কাগজ না দিলে বিল মেটানো হবে না বলে জানায় পরিবারের সদস্যরা। নার্সিংহোম চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শেষমেশ পাঁচ হাজার টাকা দেওয়া হলে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। যদিও এ বিষয়ে নার্সিংহোম মালিক অসীম কর্মকার সংবাদ মাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *