‘অশান্ত’ নন্দীগ্রামে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের… TMC wins in Co-Operative Bank Election at Nandigram


কিরণ মান্না: নন্দীগ্রামে ফের ধরাশায়ী বিজেপি। শুভেন্দু গড়ে সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। ফল ঘোষণার পরেও ভাঙচুর ও  মারধর! কেন? একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলল দু’পক্ষই। 

নন্দীগ্রামের ভেতুরিয়া সমবায় সমিতিতে আসনসংখ্যা ১২। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। বাকি ১১ আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই টানটান উত্তেজনা এলাকায়। শুধু তাই নয়, বেলা গড়াতেই ভোট লুঠের অভিযোগে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি তৃণমূল সমর্থকরা। সংঘর্ষে আহত হন ৮ জন। এমনকী, মাথা ফেটে যায় একজন ভোটারেরও! ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ।

আরও পড়ুন: SSC: ‘শিক্ষক পদে ১৮ থেকে ২০ হাজার চাকরি যাওয়া উচিত’

ঘড়িতে তখন ৩টে। বিকেলে গণনা শেষ হতে দেখা যায়, ভোটাভুটিতে ভেতুরিয়া সমবায় সমিতিতে ১১টি আসনেই জিতেছে তৃণমূল। খাতাই খুলতে পারেনি বিজেপি! গেরুয়াশিবিরের অভিযোগ, ফল ঘোষণার পর তাদের ক্যাম্পে ঢুকে ৭০টি বাইক ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন তৃণমূলকর্মীরা। এমনকী, স্থানীয় টেঙ্গুয়ার মোড়ে ছিঁড়ে দেওয়া হয় ফেস্টুনও!  শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল সর্বভুক। কয়লা খায়, বালি খায়, মদের বোতল থেকে টাকা খায়। এবার এই সমবায়টাও খেতে হবে। খেতে গেল যা করার, তাই করছে’। তাঁর দাবি, ‘আমরা প্রথমবার সমবায় সমিতিগুলি লড়ছি। অনেকগুলি জায়গায় জিততে পেরেছি, অনেকগুলি জায়গায় ভালো লড়াই দিয়েছি’।

এদিকে নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ের পর শুভেন্দুকে নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ‘নন্দীগ্রামে শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হারের ভয়ে বাইরে থেকে গুণ্ডামি করছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে যে সমবায় সমিতির নির্বাচন ছিল, কিছুকাল আগেই তো মানুষ ভুল বুঝিয়ে ভোট পেয়েছিল। আজকে তাঁরা ১২ শূন্যতে হেরে গেল’! আগামীকাল, শনিবার নন্দীগ্রামে যাবেন কুণাল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *