প্রাক্তন শিক্ষামন্ত্রী ইমেল আইডি-র সন্ধানে বিকাশভবনে সিবিআই… CBI raids at BIkash Bhavan


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কোন ইমেল আইডি ব্য়বহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? পাসওয়ার্ড কি ছিল? বিকাশভবনে সিবিআই। স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ে ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদও করলেন তদন্তকারীরা। বাক্সবন্দি করে নিয়ে গেলেন ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত নথি। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরাও এখনও। বড়দিন ও ইংরেজি নববর্ষ এবার জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্য়ায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ে আদালত। পরনে ছিল সবুজ রংয়ের পাঞ্জাবি এবং নীল জহর কোর্ট। আদালত থেকে বেরিয়ে পার্থ বলেন, ‘‌আমার ওপর যাঁরা আস্থা রেখেছিলেন, এখনও আস্থা রাখুন, সত্যের জয় হবেই’। শুধু তাই নয়, তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি নববর্ষে উপলক্ষ্যে ‘বন্ধুবান্ধব ও সহকর্মী’দের শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন: Primary TET Scam | Justice Abhijit Ganguly: জরিমানা সহ প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার বিকাশ ভবনে পৌঁছে গেল সিবিআই। কবে? সূ্ত্রের খবর, এদিন সকালে শিক্ষামন্ত্রী সচিবালয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। প্রথমে একতলায় ওয়ার হাউস খুলে  ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত সংগ্রহ করেন তাঁরা। এরপর চলে যান পাঁচতলায়। সেখানে সচিবালয়ে ঢুকে কম্পিউটারটি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক। ৩ কর্মীকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর  ইমেল আইডি, পালওয়ার্ড-সহ বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়।

জানা গিয়েছে, বিকাশ ভবনে তখন সিবিআইয়ের তল্লাশি চলছে। পাঁচতলায় নিজের ঘরেই ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কাজকর্ম সেরে ঘণ্টা দুয়েক পর বেরিয়ে যান তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে তদন্তকারীদের কোনও কথা হয়নি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *