Anubrata Mondal : অনুব্রত কান্ডে গোপন জবানবন্দি দিল শিব, নথি পেতে আদালতে ইডি – shiv thakur mondal gave secret statement in anubrata mondal case


শিবঠাকুর মণ্ডলের গোপন জবানবন্দি নেওয়া হল। ​বৃহস্পতিবার বেলা তিনটেয় ডাকা হয়েছিল তাঁকে।

 

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল(ছবি সৌজন্যে ফেসবুক Anubrata Mondal)

হাইলাইটস

  • তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ৪ দিন পরে পুলিশ তলব করল অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলকে।
  • বৃহস্পতিবার বেলা তিনটেয় ডাকা হয় তাঁকে।
  • বিচারকের কাছে গোপন জবানবন্দিও দেন তিনি।
এই সময়, দুবরাজপুর: তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ৪ দিন পরে পুলিশ তলব করল অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলকে (Shiv Thakur Mondal)। বৃহস্পতিবার বেলা তিনটেয় ডাকা হয় তাঁকে। অভিযোগ সম্পর্কে দুবরাজপুর (Dubrajpur) সিআই অফিসে বয়ানও রেকর্ড করা হয়। পাশাপাশি বিচারকের কাছে গোপন জবানবন্দিও দেন তিনি। এদিনই আবার এই মামলার নথি হাতে পেতে আদালতে আবেদন জানায় ইডি। পুলিশ যে তাঁকে তলব করেছে, সে কথা সংবাদমাধ্যমকে জানান শিবঠাকুরই। গত সোমবার বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর পুলিশের কাছে অভিযোগ জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই মামলায় ৭ দিন অনুব্রতকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অনুব্রত এখন রয়েছেন দুবরাজপুর থানায়। অভিযোগ দায়েরের ৪ দিনের মাথায় বৃহস্পতিবার শিবঠাকুরকে তলব করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দুবরাজপুর সিআই অফিসে শিব ঠাকুর মণ্ডলের বয়ান রেকর্ড করা হয়। শিব বলেন, ‘পুলিশ আমাকে ডেকেছিল। যে ঘটনা ঘটেছিল তাও বলেছি।’ এদিন দুপুর আড়াইটে নাগাদ রুটিন মাফিক দুবরাজপুর থানা (Dubrajpur Police Station) থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় অনুব্রতর।

Anubrata Mondal : ‘যদি জানতাম অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে…’, চাঞ্চল্যকর দাবি করলেন শিবঠাকুর মণ্ডল
সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নিজেই বলেন, ‘শরীর খারাপ আছে।’ যদিও হাসপাতাল সূত্রের খবর, তাঁর ব্লাড প্রেসার একটু বেশি রয়েছে। সামান্য জ্বরও।এদিকে, বৃহস্পতিবার দুপুরে দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে দেওয়া রায়ের সার্টিফাইড কপি তুলতে আবেদন করেন ইডির আইনজীবী। সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, ‘আজ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ইডি যে সমস্ত ফাইলের কপির জন্য আবেদন করেছে, এখনও তার শুনানি হয়নি।’ এদিকে শিব ঠাকুরের দূর সম্পর্কের কাকা দীপক মণ্ডল এদিন অভিযোগ করেন, ‘চক্রান্ত করে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকানোর জন্যই ওকে কিছু টাকা-পয়সা দিয়ে এই এফআইআর করানো হয়েছে।’

Anubrata Mondal: তৃণমূল কর্মীকে গলা টিপে ধরার অভিযোগ, অনুব্রতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা দীপকের কাছে টাকা পাওয়ার দাবি করেন শিব। বুধবার এই অভিযোগের পরেই শিব ঠাকুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন দীপক। আবার দীপকের এই অভিযোগ নিয়ে শিবঠাকুর মণ্ডল বলেন, ‘ওকে মারতে যাব কেন? একবার এলআইসির টাকা নিয়ে সমস্যায় পড়েছিল। সেই সময় আমি ওকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি। বলেছিলাম, কাজ হলে ফেরত দিতে। এখন আমাকে দেড় লাখ টাকা দিয়েছে। আরও সাড়ে তিন লক্ষ টাকা পাব।’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *