শিবঠাকুর মণ্ডলের গোপন জবানবন্দি নেওয়া হল। বৃহস্পতিবার বেলা তিনটেয় ডাকা হয়েছিল তাঁকে।

হাইলাইটস
- তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ৪ দিন পরে পুলিশ তলব করল অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলকে।
- বৃহস্পতিবার বেলা তিনটেয় ডাকা হয় তাঁকে।
- বিচারকের কাছে গোপন জবানবন্দিও দেন তিনি।
সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নিজেই বলেন, ‘শরীর খারাপ আছে।’ যদিও হাসপাতাল সূত্রের খবর, তাঁর ব্লাড প্রেসার একটু বেশি রয়েছে। সামান্য জ্বরও।এদিকে, বৃহস্পতিবার দুপুরে দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে দেওয়া রায়ের সার্টিফাইড কপি তুলতে আবেদন করেন ইডির আইনজীবী। সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, ‘আজ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ইডি যে সমস্ত ফাইলের কপির জন্য আবেদন করেছে, এখনও তার শুনানি হয়নি।’ এদিকে শিব ঠাকুরের দূর সম্পর্কের কাকা দীপক মণ্ডল এদিন অভিযোগ করেন, ‘চক্রান্ত করে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকানোর জন্যই ওকে কিছু টাকা-পয়সা দিয়ে এই এফআইআর করানো হয়েছে।’
যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা দীপকের কাছে টাকা পাওয়ার দাবি করেন শিব। বুধবার এই অভিযোগের পরেই শিব ঠাকুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন দীপক। আবার দীপকের এই অভিযোগ নিয়ে শিবঠাকুর মণ্ডল বলেন, ‘ওকে মারতে যাব কেন? একবার এলআইসির টাকা নিয়ে সমস্যায় পড়েছিল। সেই সময় আমি ওকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি। বলেছিলাম, কাজ হলে ফেরত দিতে। এখন আমাকে দেড় লাখ টাকা দিয়েছে। আরও সাড়ে তিন লক্ষ টাকা পাব।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ