বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে সাহাপুরের এক গাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সদাইপুর থানার পুলিশ (Sadaipur Police Station)। ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ। ওই গাড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে কী করে ওই ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র এল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যবসায়ী কোনও অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে।
সদাইপুর থানার পুলিশ (Sadaipur Police Station) জানিয়েছে, কয়েকদিন আগেই তাঁদের কাছে গোপন সূত্রে ওই ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র থাকার খবর আসে। এরপরেই অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি টিম তৈরি করে সদাইপুর থানার পুলিশ (Sadaipur Police Station)। এদিন আচমকা ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশের ওই টিম। বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অস্ত্র। ধৃত ব্যবসায়ীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে। আদালতে ওই ব্যবসায়ীকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতের কাছ থেকে বড় কোনও অস্ত্র পাচার চক্রের সন্ধান মেলে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হবে।
প্রসঙ্গত, অনুব্রতহীন বীরভূম উত্তপ্ত হয়ে উঠেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) আগেই। কখনও বোমাবাজি, কখনও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা লেগেই রয়েছে জেলায়। গত মাসেই বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নাচপাহারি বর্ডার এলাকায় উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ। তিনটি আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে দুটি নাইন MM ও একটি ওয়ান সাটার। এছাড়াও দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ মিলিয়ে মোট ১১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার অন্তর্গত নাচ পাহাড়ি নাকা চেকিংয়ে নাম্বার বিহীন একটি কালো রঙের একটি সুপার স্প্লেন্ডার গাড়ি আটকায় পুলিশ। গাড়ির চালকের কাছে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই সেই ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালককে।