Bibhas Chakraborty : হৃদরোগে আক্রান্ত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ভর্তি হাসপাতালে – bibhas chakraborty bengali theatre artist admitted to kolkata hospital after he had a heart attack


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 23 Dec 2022, 11:09 pm

হৃদরোগে আক্রান্ত হলেন জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল শিল্পী।

 

Bibhas Chakraborty
Bibhas Chakraborty : বিভাস চক্রবর্তী। ফাইল ফটো।

হাইলাইটস

  • গুরুতর অসুস্থ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী।
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
  • একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
গুরুতর অসুস্থ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty)। জানা গিয়েছে, শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা বিচার করে অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেন। অ্যাঞ্জিওগ্রাফিতে দেখা যায়, বিভাস চক্রবর্তীর একটি ধমনি ৯৯ শতাংশ ব্লক। সঙ্গে সঙ্গেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাস। চিকিৎসকরা জানাচ্ছেন, খুব অল্প সময়ের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে আসায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়। বিভাস চক্রবর্তীর অসুস্থতার (Bibhas Chakraborty Hospitalized) খবর উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলা নাট্যমহলে। সকলেই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রিফ্রেশ করতে থাকুন…

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *