Bollywood News: শীতের রাতের উষ্ণতা বাড়ালেন ব্ল্যাক বিউটিরা – bollywood actress mouni roy sonakshi sinha attends the birthday party of stylist mohit rai


এই যে ফটোশ্যুট থেকে পাবলিক অ্যাপিয়ারেন্স, সেলেবদের পিকচার পারফেক্ট দেখতে লাগার পিছনে এক বড় ভূমিকা পালন করেন সেলেব্রিটি স্টাইলিস্টরা। আপনি যেমন রোজ সকালে অফিস বেরোনোর আগে তাড়াহুড়োয় পোশাক মোটামুটি ম্যাচিং করে একটা ফিটফাট লুক তৈরি করার চেষ্টা করেন, সেলেবদের হয়ে এই কাজটা ডে ইন ডে আউট করেন স্টাইলিস্টরা। তেমন একজন মোহিত রাই (Mohit Rai)। বৃহস্পতিবার রাতে তাঁর জন্মদিনের পার্টিতে ভিড় জমিয়েছিলেন বলিউড স্টাররা। আমাদের লেন্সবন্দি হলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), মৌনী রায় (Mouni Roy), সোফি চৌধুরীদের মতো তারকারা। Women In Black! গর্জাস নায়িকাদের এক ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *