প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় যাবতীয় ব্রেকআপ-সহ তালিকা আপলোড করার ব্যাপারে নতুন বছরে নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট।

হাইলাইটস
- প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় পাশ করা এক লক্ষ 24 হাজার প্রার্থীরই নম্বরের যাবতীয় ব্রেকআপ-সহ তালিকা আপলোড করার ব্যাপারে নতুন বছরে নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট।
- এ নিয়ে সিদ্ধান্ত নিতে 18 জানুয়ারি শুনানি করবে হাইকোর্ট।
- অভিযোগ সম্পর্কে বক্তব্যও জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
নতুন করে মামলা হয়েছে ২০১৪ ও ২০১৬-র টেট নিয়ে। মামলাকারী ৩১ জন। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বাসিন্দারা মামলা করেছেন। তাঁদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, মামলাকারীদের অনেকে অ্যাকাডেমিক, টেটের নম্বর যোগ করে যা পেয়েছেন, তাতেই কাজে যোগ দেওয়াদের থেকে তাঁদের নম্বর বেশি বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্টের নম্বর তাঁরা জানেন না। পর্ষদ নিয়োগপ্রাপ্তদের নম্বর ব্রেকআপ করে তালিকা প্রকাশ করেছে।
কিন্তু যাঁরা নিয়োগ পাননি, তাঁদের সেই ব্রেকআপ প্রকাশ করা হয়নি। সেটা হলে হয়তো নতুন কোনও দুর্নীতি সামনে আসতে পারে। তার পরেই পর্ষদকে আদালতের নির্দেশ, নম্বরের ব্রেকআপ দিয়ে ১৭ জানুয়ারি জানাতে হবে মামলাকারীদের অবস্থান ঠিক কোন জায়গায়। কেন এমন হয়েছে, ব্যাখ্যাও দিতে হবে। ১৮ জানুয়ারি হবে শুনানি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ