Co-Operative Election : দিনভর উত্তেজনা! নন্দীগ্রামে সমবায় ভোটে সব আসনেই জয়ী তৃণমূল – tmc win nandigram bhaduri co operative society election


Nandigram News : দিনভর রাজনৈতিক উত্তেজনার পর নন্দীগ্রামে ভেটুরিয়া সমবায় সমিতির (Bheturia Co-Operative Society) নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্রে সমবায় সমিতির এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই সমবায় সমিতির ১২ টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই এই সমবায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে ছিল TMC ও BJP উভয় শিবিরের মধ্যে। দুই পক্ষের দাবি, সমবায় নির্বাচন চলাকালীন বহিরাগত লোকদের প্রবেশ করানো হয়েছে। গায়ের জোরে নির্বাচন জিতেছে TMC বলে অভিযোগ স্থানীয় BJP নেতৃত্বের।

Co Operative Elections : নন্দীগ্রামে সমবায় ভোট ঘিরে অশান্তি, মাথা ফাটল ভোটারের
জেতার পর এক TMC সমর্থক বলেন, “এই জয় প্রমাণ করে দেয়, এই অঞ্চলের বিধায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতে কোনও সন্দেহ নেই। তাঁর মত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পথ অনুসরণ করে নন্দীগ্রামের মানুষ আবার সন্মান পুনরুদ্ধার করেছে।” যদিও এদিনের নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুক্রবার সকাল থেকে নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি (Bheturia Co Operative Society) নির্বাচন বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও BJP বহিরাগত ঢোকাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূলের কর্মীরা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত লোক আনার অভিযোগ করে BJP। দু’পক্ষের অভিযাগকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Police Station) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের কয়েকজন আহত হয় বলে খবর।

Co Operative Election : নন্দকুমারেই উলটপূরাণ, সমবায় সমিতির নির্বাচনে জয় তৃণমূলের
সকাল থেকেই নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল, BJP যুযুধান দুই পক্ষই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে সকাল থেকেই। বেলা বাড়তেই উত্তেজনা বাড়তে থাকে। তৃণমূলের অভিযোগ, BJP যে করেই হোক, এই সমবায় নির্বাচন জোর করে জিততে চাইছে। নির্বাচনে গোলমাল বাঁধানোর কারণে বহিরাগত লোক নিয়ে আসছে। নির্বাচনী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ছিল তৃণমূলের। অন্যদিকে, BJP-র পালটা অভিযোগ, তৃণমূল বাইরে থেকে লোক এনে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। সমবায় সমিতির মোট ১২ টি আসনে প্রার্থী দেয় উভয় পক্ষই। শেষে প্রত্যেকটি আসনে জয়লাভ করে তৃণমূল মনোনীত প্রার্থীরা।

Co Operative Election : দুই সমবায় নির্বাচনে জয়জয়াকার তৃণমূলের, ভোটে হেরেও আসন বাড়ল BJP-র
যদিও এই নির্বাচন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “জনৈক আব্দুল সামাইকার নেতৃত্বে আমদাবাদের কুখ্যাত গুন্ডা কাজাহার রোশনদের নিয়েছে. যা যা করার তাই করেছে। কোথাও কোথাও প্রতিরোধ হয়েছে। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *