Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষায় নাম কাটল ৪০ হাজার প্রাপকের – pradhan mantri awas yojana malda survey was arranged 40 thousands names are removed from beneficiary list


এই সময়: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) নাম নথিভুক্ত করার শেষ দিন যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর অনিয়মের ঘটনা। মালদা জেলায় প্রথম পর্যায়ে এখন পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার বাড়িতে সমীক্ষা চালানো হয়েছে। বাদ গিয়েছে প্রায় ৪০ হাজার নাম। অর্থাৎ প্রাথমিক সমীক্ষাতেই ২৫ শতাংশ বাড়ি প্রাপকের নাম বাদ পড়েছে। এখানেই শেষ নয়, এর মধ্যে অন্তত ৮০০টি নাম পাওয়া গিয়েছে, যাঁরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি-সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বা তাঁদের পরিবারের সদস্য। চাঁচলের কথাই ধরা যাক। আবাস যোজনার উপভোক্তা তালিকায় নাম নেই মতিহারপুর গ্রামের বাসিন্দা, বিশেষ ভাবে সক্ষম বৃদ্ধ খুরশেদ আলির। অথচ চাঁচলেরই জালালপুর পঞ্চায়েতের প্রধান মাস্তারা খাতুনের পরিবারের দু’জনের নাম রয়েছে তালিকায়। হরিশচন্দ্রপুর থানার জনমদোল গ্রামের হতদরিদ্র বৃদ্ধ হানিফ মহম্মদেরও আবাস যোজনার ঘর জোটেনি। কিন্তু হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ফ্যাশন আলির পেল্লায় বাড়ি থাকার পরও আবাস যোজনার খাতায় নাম উঠেছে। মালদায় ‘আবাস প্লাস’ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের সমীক্ষায় দুর্নীতির বহর দেখে মাথায় হাত প্রশাসনের কর্তাদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেউ বলছেন, ‘জানা ছিল না।’ কেউ আবার বলছেন, ‘কর্মীদের ভুলেই এমনটা হয়েছে।’ ইংরেজবাজার ব্লকের শোভানগর পঞ্চায়েতের প্রধান রাখি রায়ের নাম ছিল তালিকায়। অথচ তাঁর পাকা বাড়ি রয়েছে। নাম কাটা যাওয়ার পর রাখি বলছেন, ‘কোনও ভাবে ভুল করে নাম ঢুকে গিয়েছিল। জানতে পেরেই কাটিয়ে দিয়েছি।’

PM Awas Yojana : ‘গোরু থাকে বাইরে, আমরাই গোয়ালে!’
মালদায় হুমকির ভয়ে আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা আবাস যোজনার সমীক্ষার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। ভীতি কাটাতে তাঁদের সঙ্গেই সমীক্ষার কাজে মাঠে নেমেছেন জেলাশাসক, মহকুমাশাসক-সহ প্রশাসনের কর্তারা। ফলে সমীক্ষায় গতি এসেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমীক্ষার পর তালিকায় নাম থাকলেই তা চূড়ান্ত মনে করার কারণ নেই। পঞ্চায়েতের প্রতিটি সংসদে গ্রামসভার বৈঠক হবে। সেই বৈঠকে সাধারণ মানুষের মতামত নিয়েই চূড়ান্ত তালিকা তৈরি হবে। মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, ‘সমীক্ষার কাজ প্রায় শেষের দিকে। কিছু কাজ বাকি থাকায় এখনই চূড়ান্ত তালিকা জানানো যাবে না। তবে প্রচুর অযোগ্যের নাম বাদ পড়েছে।’

PM Awas Yojana : আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ, ২০১৮-র তালিকা বাতিল করার দাবি
হাওড়া জেলাতেও তালিকা থেকে বাদ পড়েছে প্রচুর নাম। সম্প্রতি ওই জেলার উপভোক্তাদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, তাতে মোট আবেদনের এক তৃতীয়াংশ বাদ গিয়েছে। সংখ্যার হিসেবে তা প্রায় ৬০ হাজার। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল বলেন, ‘মোট ১ লক্ষ ৮২ হাজার আবেদন জমা পড়েছিল। ওই উপভোক্তাদের প্রথম তালিকায় নাম ছিল। এর মধ্যে ৬০ হাজার নাম বাদ গিয়েছে।’

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, BDO-প্রধানকে হেনস্থা গ্রামবাসীদের
পাশাপাশি তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নম্বর ব্লকের হরিহরপুর পঞ্চায়েতে। এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বঞ্চিত ঘর প্রাপকরা। উস্তি-মগরাহাট রোড অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, সমীক্ষার আগে তাঁদের তালিকায় নাম ছিল। তবে নতুন তালিকায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্যর অভিযোগ, সমীক্ষার পর তালিকা থেকে গরিব মানুষের নাম কেটে তৃণমূল নেতারা তাঁদের আত্মীয়দের নাম নতুন তালিকায় ঢুকিয়েছেন।

Pradhan Mantri Awas Yojana : পাকা বাড়ি থেকেও আবাস তালিকায়, নিজেই নাম কাটালেন পঞ্চায়েত প্রধান
আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে মিনাখাঁর চৈতল পঞ্চায়েতের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও বিজেপির নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্যদের বাদ পড়েছে। বদলে তালিকায় ঢোকানো হয়েছে এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকদের নাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *