Primary TET : চাকরি প্রার্থীদের ধরনার মাঝেই প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের ঠিকানা বদল – ballygunge dpsc office shifted to diamond harbour amid the agitation of job aspirants


West Bengal News : অনশনরত চাকরি প্রার্থীদের সামনেই সরিয়ে নেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস। বালিগঞ্জ প্রাথমিক শিক্ষা সংসদের অফিস (Ballygunge DPSC Office) স্থানান্তরিত করা হল ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। যদিও অফিস স্থানান্তরিত করার আগে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যানের অনুরোধের অনশন প্রত্যাহার করে নেন চাকরি প্রার্থীরা। বালিগঞ্জের এই অফিসের সামনেই অনশন করছিলেন ২০০৯ সালের প্রাথমিক চাকরি প্রার্থীরা (2009 Primary Job Aspirants)। অনশন প্রত্যাহার করা হলেও চাকরির দাবিতে আগামী দিনে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে বলেই জানান পরীক্ষার্থীরা।

Medical College Hunger Strike : ছাত্র সংসদ নির্বাচনে পড়ুয়ারাই, ১২ দিন পর অনশন প্রত্যাহার মেডিক্যালে
বৃহস্পতিবার বিএকলে স্থানাতরিত হয় বালিগঞ্জ ডিপিএসসি অফিস (Ballygunge DPSC Office)। বিকেলে শেষবারের মতো এই অফিসে ঘন্টা দুয়েকের জন্য এসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান অজিত নায়েক। তিনি পাঁচ অনশনকারীকে নিজের হাতে ফলের রস খাইয়ে অনশন প্রত্যাহার করান। তবে চাকরি নিয়ে নতুন কোনও আশার বাণী শোনাতে পারেন নি বলে দাবি আন্দোলনকারীদের। তাঁর বক্তব্য, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রকাশিত প্যানেলে যতজনের নাম প্রকাশ হয়েছে, এই মুহূর্তে তত শূন্যপদ নেই। প্রাথমিক শিক্ষা দফতর শূন্য পদ সৃষ্টি করে তার তালিকা না দিলে আন্দোলনকারীদের হাতে এই মুহূর্তে নিয়োগ পত্র দেওয়া সম্ভব নয়।

Justice Abhijit Ganguly: লিখিত পরীক্ষায় ০, মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! প্রাথমিকে ফের অনিয়মের অভিযোগ
অন্যদিকে, অনশন প্রত্যাহার করলেও বালিগঞ্জ ডিপিএসসির (Ballygunge DPSC Office) সামনে গত ২১ দিন ধরে চলা অবস্থান ধরনা চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন চাকরিপ্রার্থীরা। এরইমধ্যে শুক্রবার ভোররাতে ডিপিএসসি ভবনের (Ballygunge DPSC Office) সামনে এসে দাঁড়ায় পণ্যবাহী দুটি গাড়ি। ভিতরের চেয়ার, টেবিল, আলমারি, নথিপত্র, সমস্ত কিছু ভিতর থেকে বের করে ডায়মন্ডহারবারে (Diamond Harbour) নতুন অফিসে স্থানান্তরের কাজ শুরু হয়। সকাল সাতটার মধ্যেই কার্যত খালি করে দেওয়া হয় গোটা অফিসটাই। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নতুন অফিস থেকেই সংশ্লিষ্ট সমস্ত কাজ চালানো হবে বলে জানানো হয়।

Primary TET 2022: প্রকাশিত টেটের প্রথম দফার প্রার্থী তালিকা, ইন্টারভিউ-র তারিখ জেনে নিন
কী করবেন এরপর? এখানে কি আর ধরনায় বসার কোনও মানে থাকবে? আন্দোলনকারীদের বক্তব্য, কাল চেয়ারম্যান স্যার মৌখিক আশ্বাস দিয়েছেন। খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করাবেন বলে জানানো হয়েছে। যদি একান্তই তা না হয়, তাহলে নবান্ন অভিযান সহ বৃহত্তর আন্দলনের রাস্তা খোলা থাকছে। আপাতত বালিগঞ্জ স্টেশন রোডের ১৯-এর বি বাড়িতে অফিস থাকুক বা না থাকুক, ধরনা এখানেই চলবে বলেই সাফ জবাব চাকরি প্রার্থীদের। প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করার পর এতগুলো বছর কেটে গেলেও তাঁদের নিয়োগ হয়নি বলে দাবি করেন। আদালতের দ্বারস্থ হন প্রার্থীরা। আদালতে গত ১০ নভেম্বর মামলার শুনানি ছিল। আদালত দু’সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দেয়। নিয়োগপ্রার্থীদের অভিযোগ, দেড় মাস অতিক্রান্ত হওয়ার পরও নিয়োগপত্র হাতে পাননি তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *