Road Accident : বেহালায় সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে অ্যাপ বাইকের সংঘর্ষ, মৃত্যু তরুণীর – young girl lost life for an bike accident at behala


West Bengal News : বেহালায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক তরুণীর। একটি মোটরবাইকের সঙ্গে সিমেন্ট মিক্সিং গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বেহালা এসএন রায় রোডে। মৃত তরুণীর নাম মৌলি অধিকারী (২৩)। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় বেহালা থানার পুলিশ (Behala Police Station)।

Howrah Road Accident : হাওড়া শ্যামপুর রোডে ভয়াবহ দুর্ঘটনা, বাইক অটোর সংঘর্ষে মৃত ১
স্থানীয় সূত্র জানা গিয়েছে, শুক্রবার সকালে বেহালায় এসএনরায় রোডে (S.N Ray Road) সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ওই তরুণী চণ্ডীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি কর্মসূত্রে বেহালা পাঠকপাড়ার কাছে একটি গেষ্ট হাউসে থাকতেন। এদিন সকালে অফিস যাওয়ার জন্য বেরিয়েছিলেন। তরুণী অফিস যাওয়ার জন্য তিনি একটি অ্যাপ মোটর বাইক বুক করেন। সেই মোটর বাইকে করে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। একটি সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার (Car Accident) পরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা বেহালা থানার পুলিশকে (Behala Police Station) খবর দেন। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনায় মোটর বাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

West Bengal Local News : মর্মান্তিক! ভারতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু ভুটানের ২ বাসিন্দার
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোটর বাইকটি মধ্যম গতিতে ছিল। সিমেন্ট মিক্সিংয়ের গাড়িটি সজোরে ধাক্কা মারে মোটর বাইকের পিছনে। সিমেন্ট মিক্সিং গাড়ি ভারী মেশিনের আঘাতেই ওই তরুণীর রক্ত ক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অনুমান। দুর্ঘটনায় আহত হন মোটর বাইক চালক। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

NH 34 Accident : ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১
গত জুলাই মাসেও বেহালায় (Behala) একটি দুর্ঘটনা ঘটে। বেহালার বকুলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১২/সি রুটের একটি বাস শিবরামপুর থেকে চৌরাস্তার দিকে আসছিল। সেই সময় নতুনপাড়ার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় বাসটির সামনে ছিল একটি পুলকার এবং অটো। প্রথমে পুলকারে ধাক্কা মারে বাসটি। তার পর ধাক্কা মারে অটোতে। শেষমেশ রাস্তার পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হন। দুর্ঘটনার সময় পুলকারে ছিলেন পড়ুয়ারা। পুলকারের এক কর্মী চোট পান। অটোয় কোনও যাত্রী ছিলেন না। তবে চালক আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *