৬৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরার সেরা ভারত। ২০০১ সালে অদিতি গোভিত্রিকার এই খেতাব জেতেন। সরগমের হাত ধরে বছর ২১ পরে ঘরে এল Mrs Universe খেতাব। সরগম কৌশলের (Sargam Koushal) বয়স ৩২ বছর। জম্মু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। একটা সময়ে বিশাখাপত্তনমে শিক্ষকতাও করেছেন সরগম।