Uttar 24 Pargana : হাঁউ মাঁউ খাউ! রকমারি জিনিসের পাশাপাশি ভুরিভোজের আসর হাবড়ার মেলায় – before new year habra resident have participated in fair with food and various thing


West Bengal News : হাউ মাউ খাউ ! নাম শুনে কোনও বিচিত্রা অনুষ্ঠানের কথা মনে হতেই পারে। তবে উক্ত নামে একটা গোটা মেলার আয়োজন করা হয়েছে হাবরায় (Habra)। মেলার উদ্যোগ স্থানীয় মহিলাদের। শাড়ি, অলঙ্কার, শীতের পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস কী নেই এই বিকিকিনির আসরে। মেলাকে কেন্দ্র করে স্বনির্ভরতার বুনিয়াদ তৈরি করছেন গ্রামের মহিলারা। মেলায় কেনাকাটার পাশে রয়েছে ভুরিভোজের আয়োজন। পৌষের শুভারম্ভে মেলাকে ঘিরে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

Jhargram Lal Matir Hat: বড়দিনে পর্যটকদের কাছে বাড়তি পাওনা, শুরু হচ্ছে ঝাড়গ্রামের ‘লাল মাটির হাট’
বছর শেষের বাকি আর মাত্র কয়দিন। নতুন বছর আসার আগেই রকমারি পোশাক কেনাবেচা থেকে খাওয়া-দাওয়া, সব মিলিয়ে উৎসবের মেজাজ শহর জুড়ে। তাই বছর শেষের আগেই মহিলাদের উদ্যোগে চলছে অভিনব এই মেলা। বড়দিন উপলক্ষে ‘হাউ মাউ খাউ’ উৎসবের আয়োজন করা হয়েছে হাবরায় (Habra)। মেলার মধ্যে দিয়ে স্বনির্ভর হয়ে উঠছেন প্রায় ৭০ হাজার মহিলা বলেই দাবি আয়োজক সংস্থার। জেলার বুকে মহিলা পরিচালিত ড্রিম ল্যান্ড শাইনিং জোন অনলাইন সংস্থা তরফ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়।

Poush Parbon : রকমারি পিঠে, ভেজিটেবল আর্ট দেখে ধাঁধিয়ে যাবে চোখ! কোলাঘাট উৎসব জমজমাট
মেলায় থাকছে কী কী ? শীতের পোশাক, শাড়ি, অলংকার সহ নানা জিনিসের পসরা নিয়ে হাবরার ইউনাইটেড ক্লাবের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব ও প্রদর্শনী। স্বনির্ভর মহিলাদের তৈরি নানান জিনিসপত্রও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। শুরুর দিন থেকেই কালো মাথার ভিড় জমেছে মেলায়। শুধু যে কেনাকাটা তাই নয়, পাশাপাশি ভোজন রসিকদের জন্য মেলা প্রাঙ্গনেই রয়েছে রকমারি খাওয়ারের বিভিন্ন স্টল। শীতের আমেজে পাটিসাপটা, পিঠে পুলি থেকে তন্দুরি চিকেন, মকটেল সহ নানা আইটেম চেটেপুটে স্বাদ নিচ্ছেন ‘হাউ মাউ খাউ’ উৎসব দেখতে আসা উৎসাহী মানুষেরা। বিশেষত এই মেলায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

East Medinipur News : গোকুল- ঝিনুক-শিমুল রকমারি পিঠের পসরা, কোমর বেঁধে প্রতিযোগিতায় মহিষাদলের মহিলারা
মেলায় আসা এক স্থানীয় বাসিন্দা বলেন, “মেলার নামটাই আমাদের কাছে চমকপ্রদ। শীতকাল মানেই বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়ে থাকার। এখনকার মেলার আকর্ষণটাই আলাদা। তাই সপরিবারে চলে এসেছি মেলা দেখতে। রকমারি জিনিসের সম্ভার দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনি।” মহিলাদের ব্যবসায়িক দিক থেকে স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাবরা পুরসভাও। ফলে নতুন বছরে আগে ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে হাসি ফুটেছে এই উৎসবকে কেন্দ্র করে। সারাবছর কষ্ট করে নানা হাতের কাজের জিনিসপত্র তৈরি করে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই প্রদর্শনীতে তা বিক্রির সুযোগ পেয়ে খুশি বিক্রেতারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *