Abir Chatterjee: মায়াকুমারীর প্রেমে কীভাবে ধরা দিলেন কাননকুমার – abir chatterjee rituparna sengupta attends the poster launch of mayakumari film


পর্দার পিছনের এক গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। আর সেই গল্প বোনা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) কেন্দ্র করে। ছবির নাম মায়াকুমারী (Maya Kumari)। ৪০-এর দশকে সিনে দুনিয়ার এক চর্চিত প্রেমের কাহিনী এবার ফুটে উঠবে পর্দায়। মায়াকুমারী আর কাননকুমারের নিষিদ্ধ প্রেম পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋতুপর্ণা আবির। শুক্রবর শহরে তারই পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণিমা ঘোষ, ফলক রশিদ, সৌরসেনী। হাজির ছিল এই সময় ডিজিটালও। দেখে নিন এক ঝলকে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *