অয়ন ঘোষাল: আগামি বছরও বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল কেন্দ্র। এই সিদ্ধান্তে উপকৃত হবেন 80 (আশি) কোটি ভারতীয়। এই বাবদ কেন্দ্রের ব্যায় হবে 2 লক্ষ কোটি টাকা। দেশে রেশন ব্যবস্থা চালু রাখার মতো যথেষ্ট খাদ্যসামগ্রী মজুত আছে বলে কেন্দ্রের দাবি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে 3 টাকা কেজির চাল এবং 2 টাকা কেজির গম দেওয়া হয়। এবার এই তালিকার মধ্যে প্রায় আশি কোটি মানুষকে সেই টাকাও আর দিতে হবে না।
আরও পড়ুন, CBI, Bikash Bhavan: প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি-র সন্ধানে বিকাশভবনে সিবিআই…
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল এই প্রকল্পের সমস্ত ব্যয়ভার কেন্দ্র একক ভাবে বহন করবে। রাজ্যের রেশন ডিলাররা অবশ্য বলছেন, এই ঘোষনা স্রেফ চমক। 2020 সাল থেকেই প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনায় এমনিতেই কোভিডকালে আশি কোটি 35 লক্ষ ভারতবাসিকে বিনামূল্যে রেশন দেওয়া হতো। 2021 সালের মাঝামাঝি কোভিড চলে যাওয়ার পর এই উপভোক্তার সংখ্যা কমানো হয়। এই তালিকায় থাকা সিংহভাগ মানুষ তাই বিগত দেড় বছর ধরে 3 টাকার চাল ও 2 টাকার গম রেশনে পেয়ে আসছেন।
এই 3 টাকা পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি দিয়ে এমনিতেই বিনামূল্যে চাল অর্থাৎ রেশন ব্যবস্থা এ রাজ্যে বহাল রেখেছেন। নতুন বছরে আবার আশি কোটি 35 লক্ষ মানুষ যদি কেন্দ্রের বিনামূল্যে রেশন তালিকায় নতুন করে সামিল হয়, তাহলেও আলাদা করে এ রাজ্যের রেশন উপভোক্তাদের কিছু যায় আসে না। তাই রাজ্যের রেশন ডিলাররা কেন্দ্রীয় রেশন প্রকল্প গ্রহণ করবেন না। তারা রাজ্যে চালু থাকা রেশন প্রকল্প অর্থাৎ বিনামূল্যে রেশন যেমন চালাচ্ছেন, তেমন চালিয়ে যাবেন।
আরও পড়ুন, ভোটের দাবিতে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, আন্দোলনকারীদের সঙ্গে কথা রাজ্যপালের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)