
আচার্য সি ভি আনন্দ বোসের সামনেই এবার বিক্ষোভে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সমাবর্তন অনুষ্ঠানে চলল স্লোগান।

হাইলাইটস
- ছাত্র বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
- সমাবর্তন অনুষ্ঠানের দিন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা।
- নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে বিক্ষোভের মাঝখান দিয়েই বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে রাজ্যপালকে ভিতরে প্রবেশ করানো হয়।
উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও সমাবর্তন অনুষ্ঠানের দিন রাজ্যপালের সামনেই বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ২০১৯ সালে CAA-NPR বাতিলের দাবিতে প্রতিবাদে উত্তাল হয় যাদবপুর। সমাবর্তন অনুষ্ঠানের দিনই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন। তাঁর গাড়ি আটকানোর অভিযোগ ওঠে SFI সহ একাধিক রাজনৈতিক সংগঠনের পড়ুয়াদের বিরুদ্ধে। একাধিকবার এই সংসদ নির্বাচনের দাবিতে ঘেরাও হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।
নির্বাচনের দাবি মেডিক্যাল কলেজে
সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজ। টানা ১২দিন অবস্থান বিক্ষোভে সামিল হন মেডিক্যালের পড়ুয়ারা। অবশেষে ১২ দিন পর নিজেদের অনশন ভঙ্গ করে নেন আন্দোলনকারীরা। তাঁরা জানান, এবার থেকে নিজেরাই নির্বাচন করবে। আন্দোলনকারীদের বক্তব্য, “কর্তৃপক্ষ বা রাজ্য সরকার রাজি হোক বা না হোক নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন পড়ুয়ারা। MBBS-এর চারটি বর্ষে পাঁচটি করে মোট ২০টি পদে নির্বাচন হবে।” টানা ১২দিন ধরে অনশনে অটল ছিল পড়ুয়ারা। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। যদিও কোনও সুরাহা পাওয়া যাচ্ছিল না।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ