Kolkata Accident: ‘বড়দিনের স্পেশাল কেক নিয়ে আসবে বলেছিল…’, নিথর দেহ দেখে পাথর অধিকারী পরিবার – purba medinipur chandipur residents mouli adhikari lost life in kolkata behala road accident


West Bengal Local News আগের রাতেই পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল। শুক্রবার অফিস শেষে মেয়ে কলকাতা থেকে স্পেশাল কেক নিয়ে ফিরবে বাড়ি। সেটাই তো ঠিক করা ছিল। অনেকদিন বাদে বড়দিনের ছুটিতে মেয়ে ঘরে ফিরবে। সেই মতোই বাজার করে এনেছিলেন বাবা। মা-ও ব্যস্ত ছিলেন মেয়ের পছন্দের রান্নায়। ঘরের বিছানায় মৌলির পছন্দের চাদরটাও এতদিন বাদে বের করে টান টান করে পেতে রেখেছিলেন মা। সবই তো ঠিক পরিকল্পনা মতোই চলছিল। কিন্তু ছন্দটা কেটে দিল ওই অভিশপ্ত ফোনটা।

মৌলির পছন্দের মাছটা বাজার থেকে এদিন দরদাম করে যখন কিনছিলেন তাঁর বাবা। তখনও জানতেন না যে মৌলি আর নেই। শুক্রবার ভোরে অফিস যাওয়ার পথে এক সিমেন্ট মিক্সারের ধাক্কায় (Kolkata Road Accident) সব শেষ।ঘরের আদরের মেয়ে চাকরিসূত্রে থাকতেন কলকাতায়। বেহালা পাঠকপাড়ার কাছে একটি গেস্টহাউস ছিল শহরে তাঁর ঠিকানা। শুক্রবার সকালে হঠাৎ বেহালা থানা (Behala Police Station) থেকে ফোন আসে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৌলির। সেই খবর পেয়ে ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। বড়দিনের আনন্দ এইভাবে শোকের ছায়া নেমে আসবে ভাবতে পারেনি কেউ।

Sikkim Accident: এপ্রিলে VRS নেওয়া হল না, অপূর্ণ বাড়ি তৈরির স্বপ্নও! কফিনবন্দি হয়ে ফিরলেন বাঁকুড়ার গোপীনাথ

বছর তেইশের মৌলি অধিকারী। ওড়িশা থেকে বি এস সি নার্সিং করার পর একবছর আগে এপিসি কলেজে সি আই পোস্টে কাজে যোগ দিয়েছিলো। যাদবপুরে থাকতেন। ওখান থেকে অফিসে যাতায়াত করত। শুক্রবার সকালে অফিসে যাওয়ার সময় বেহালার এস এন রায় রোডে সিমেন্ট মিক্সিং গাড়ির তাঁর ধাক্কায় মৃত্যু হয়। বাবা নবীন অধিকারী ও মা অতসী অধিকারী শোকে বাকরুদ্ধ। মৌলিরা তিন বোন -এক ভাই। মৌলি ছিলেন মেজো। ছোট থেকেই শান্ত ও মেধাবী ছিলেন মৌলি। তাঁর দিদি পলি জানায়, ”বোন যখনই বাড়ি আসত, আমরা যেখানেই থাকি না কেনও বাড়ি চলে আসি। আগামী ২৫ ডিসেম্বর বাড়ির সকলে মিলে পিকনিক করার কথা হয়েছিল। মৌলি বলেছিল আমি বড়দিনের স্পেশাল কেক অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি৷ অর্ডারও দিয়েছিলো\। কিন্তু সেই কেক নিয়ে বাড়ি ফেরা হল না। এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে ভাবতেই পারছি না। ছোট থেকে সারাক্ষণ এক সঙ্গে সময় কাটিয়েছি। ভাবতেই পারছি না এমন ঘটনা ঘটবে।” মৌলির মৃত্যু সংবাদ পৌঁছাতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Road Accident : বেহালায় সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে অ্যাপ বাইকের সংঘর্ষ, মৃত্যু তরুণীর

শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ মৌলির মৃতদেহ বাড়ি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার চন্ডীপুরে পৌঁছায়। রাতেই সম্পন্ন হয় শেষকৃত্য। মৌলির শিক্ষক প্রতীক জানা জানান, মৌলি খুব মেধাবি ছাত্রী ছিল। তার মৃত্যুর সংবাদ শুনে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ছাত্রী যখন ভালো পোস্টে কাজে নিযুক্ত হয় তখন আমাদের খুব ভালো লাগে। মৌলি এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে ভাবতেই পারছি না। প্রায়শই ফোনে কথা হতো। ভালোমন্দ জিজ্ঞাসা করত। আর ফোন আসবে না। যেখানেই থাকুক ও ভালো থাকুক। চোখের জলে মৌলিকে বিদায় চন্ডীপুরের।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *