গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগ্নিকাণ্ডের জেরে বৈষ্ণবঘাটা পাটুলিতে চাঞ্চল্য। যানজটের শিকার বাইপাসের যাত্রীরা।

হাইলাইটস
- গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আচমকাই আগুন
- ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা অঞ্চলে।
- বৈষ্ণবঘাটা থেকে পাটুলি পর্যন্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ
জানা গিয়েছে, সিলিন্ডারবোঝাই ট্রাকের আগুন নেভাতে তড়িঘড়ি পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। রাস্তাটি যথেষ্ট জনবহুল এবং আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। রাস্তায় সারিবদ্ধ হয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতির মোকাবিলায় বৈষ্ণবঘাটা থেকে পাটুলি পর্যন্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর জেরে বাইপাসের উপরও যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
কিছুদিন আগেই গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে তেঁতুলবেড়িয়া অঞ্চলে একটি বাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই বাড়িটির দোতলা। বসতবাড়ি হলেও সেখানে কোনও বাসিন্দা না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। মই নিয়ে বাইরে থেকে দোতলায় ওঠার চেষ্টা করন দমকলকর্মীরা। অবশেষে কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্পিকার তৈরির কারখানা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল তেঁতুলবেড়িয়া অঞ্চলের এই তিন তলা বাড়িটি। সেই কারখানার কোনও যন্ত্রপাতি থেকেই আগুন লেগে যায় বলে জানান দমকলকর্মীরা। স্পিকারের একাধিক অংশ উদ্ধার হয়েছে। ডাই হয়ে পড়ে থাকা যন্ত্রপাতিগুলিও দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছিল। অন্যদিকে, সম্প্রতি গোলপার্কে (Golpark) সাউথ সিটি কলেজের (South City College) একেবারে বিপরীতে অবস্থিত একটি বাড়ির তিনতলায় আগুন লেগে যায়। সে সময় কলেজে পড়ুয়াদের পৌঁছতে এসে ওই বাড়ির তিনতলা থেকে ধোঁয়া বেরতে দেখেন অভিভাবকেরা। দমকল এসে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। পৌঁছয় CESC-এর কর্মীরা। বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়াও ট্যাংরার (Tangra Fire) প্লাস্টিক ও রবার কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১০টি ইঞ্জিন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
