Purulia News : পুরুলিয়ায় ২ মেধাবী যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ – two youth lost life for unexpected incident in purulia


West Bengal News : পুরুলিয়ায় পৃথক পৃথক দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রথম ঘটনাটি ঘটে লাগদা গ্রামে। শুভম ঘোষাল নামে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পারবাইদ গ্রামে। মৃত দুই পড়ুয়া IIT পাশ বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুভমের বাবা অশোক ঘোষাল হচ্ছেন পেশায় একজন ফেরিওয়ালা। বহু কষ্ট করে ছেলেকে IIT পাশ করিয়ে ছিলেন তিনি। একাধিক জায়গায় ঘোরাঘুরি করলেও, চাকরি জোটেনি শুভমের। ফলে দীর্ঘদিন ধরে বেকার জীবনযাপন করছিল সে। চাকরি না পেয়ে, বর্তমানে হতাশায় ভুগছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Uttar 24 Pargana : বামনগাছিতে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল শুভম। পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করলেও, সাড়া দেয়নি সে। অনেকক্ষণ সাড়াশব্দ না পাওয়ায়, এরপর বাড়ির লোকজন দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শুভমের ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে দেহটি উদ্ধার করে। শনিবার দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কেন্দা থানা (Kenda Police Station) এলাকার পারবাইদ গ্রামে। সকালে বাড়ির কাছে পুকুরের ধারে একটি গাছ থেকে শচীন কুমার মুর্মু নামে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে (Purulia Sadar Hospital) নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Siliguri News : শহরের লজ থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, শুভমের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আত্মহননের পিছনে পরিবারের পক্ষ থেকে চাকরি না পাওয়ার হতাশাকে তুলে ধরলে, তা মানতে নারাজ পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ (Purulia Police Station)। ঘটনার পিছনে প্রেমঘটিত কোনও কারণ থাকতে পারে বলে পুলিশের অনুমান।

Jhargram news : মাটিতে পড়ে সিঁদুর কৌটো, ঝুলন্ত দেহ উদ্ধার প্রেমিক-প্রেমিকার! ঝাড়গ্রামে চাঞ্চল্য
অন্যদিকে, শচীন IIT পাশ করে টাটাতে কাজ করত বলে জানিয়েছে পুলিশ। তা সত্ত্বেও কেন আত্মহননের পথ বেছে নিল, তা নিয়ে সন্দেহ ডানা বেঁধেছে। পারিবারিক অশান্তি, না প্রেমঘটিত কারণ, তাও খতিয়ে দেখছে পুরুলিয়ার পুলিশ (Purulia Police)। এদিকে, দুই মেধাবী যুবকের কয়েক ঘণ্টার ব্যবধানে আত্মহননের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *