SSC Recruitment : শূন্যপদ যাচাইয়ে ডিএমরা – ssc recruitment district magistrates will observe all processes


উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না স্কুল শিক্ষা দপ্তর। শূন্যপদের তালিকা যাচাই করবেন খোদ জেলাশাসকরা।

 

SSC Recruitment
ফাইল ছবি

হাইলাইটস

  • উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না স্কুল শিক্ষা দপ্তর।
  • তাই শূন্যপদের তালিকা যাচাইয়ে বেনজির সিদ্ধান্ত।
  • স্কুলশিক্ষা কমিশনারের নির্দেশে স্কুলে-স্কুলে শূন্যপদের তালিকা যাচাই করবেন খোদ জেলাশাসকরা।
এই সময়: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না স্কুল শিক্ষা দপ্তর। তাই শূন্যপদের তালিকা যাচাইয়ে বেনজির সিদ্ধান্ত। স্কুলশিক্ষা কমিশনারের নির্দেশে স্কুলে-স্কুলে শূন্যপদের তালিকা যাচাই করবেন খোদ জেলাশাসকরা (DM)। এসএসসি (SSC) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) জেরবার কমিশনের উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ মার্কস ও অ্যাকাডেমিক স্কোর চেকিংয়ের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। এখন বড়দিনের ছুটির পরে জানুয়ারিতে (January) আদালত খুললে প্যানেল প্রকাশের অনুমতি চাইবে এসএসসি। আদালত অনুমতি দিলেই নিয়োগ শুরু হবে। তাই এসএসসি সঠিক শূন্যপদের তালিকা চাইবে বিকাশ ভবনের (Bikash Bhavan) কাছে।

Teacher Scam West Bengal: সাদা খাতা জমা দিয়েও চাকরি! পর্ষদের ওয়েবসাইটে নাম প্রকাশিত হতেই চাঞ্চল্য ময়নাগুড়িতে
যাতে সুপারিশ ও নিয়োগপত্র পেয়ে প্রার্থীদের স্কুল পেতে কোনও সমস্যা না হয়। তা ছাড়া স্কুলশিক্ষা দপ্তরও চাইছে, ছ’বছর ধরে আটকে থাকা উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯টি পদে সুষ্ঠু ভাবে নিয়োগ করতে। কারণ, আগেও শিক্ষক নিয়োগের শূন্যপদ নিয়ে বিস্তর ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে। তাই এ বার নিয়োগ প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না বিকাশ ভবন। ফলে শূন্যপদের তালিকা যাচাই করার ক্ষেত্রে নেওয়া হয়েছে এই নজিরবিহীন সিদ্ধান্ত। শূন্যপদের তালিকা যাচাই করবেন জেলাশাসকরা। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ইতিমধ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ১৯,৮০০-র বেশি শিক্ষক-শিক্ষিকা বদলি হয়েছেন।

SSC Scam: পরেশ অধিকারীর মেয়ের পর মেখলিগঞ্জে ভুয়ো আরও এক শিক্ষিকা! অভিযোগ ঘিরে শোরগোল
সে জন্যই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তালিকা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুল থেকে সেই তালিকা সংগ্রহের কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা (ডিআই-মাধ্যমিক)। এবার রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুলে কোন ক্যাটেগরিতে কত সংখ্যক শূন্য পদ রয়েছে, তার তালিকা এসে গেলে, তা চূড়ান্তভাবে যাচাই করবেন জেলাশাসকরা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *