উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না স্কুল শিক্ষা দপ্তর। শূন্যপদের তালিকা যাচাই করবেন খোদ জেলাশাসকরা।

হাইলাইটস
- উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না স্কুল শিক্ষা দপ্তর।
- তাই শূন্যপদের তালিকা যাচাইয়ে বেনজির সিদ্ধান্ত।
- স্কুলশিক্ষা কমিশনারের নির্দেশে স্কুলে-স্কুলে শূন্যপদের তালিকা যাচাই করবেন খোদ জেলাশাসকরা।
যাতে সুপারিশ ও নিয়োগপত্র পেয়ে প্রার্থীদের স্কুল পেতে কোনও সমস্যা না হয়। তা ছাড়া স্কুলশিক্ষা দপ্তরও চাইছে, ছ’বছর ধরে আটকে থাকা উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯টি পদে সুষ্ঠু ভাবে নিয়োগ করতে। কারণ, আগেও শিক্ষক নিয়োগের শূন্যপদ নিয়ে বিস্তর ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে। তাই এ বার নিয়োগ প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না বিকাশ ভবন। ফলে শূন্যপদের তালিকা যাচাই করার ক্ষেত্রে নেওয়া হয়েছে এই নজিরবিহীন সিদ্ধান্ত। শূন্যপদের তালিকা যাচাই করবেন জেলাশাসকরা। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ইতিমধ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ১৯,৮০০-র বেশি শিক্ষক-শিক্ষিকা বদলি হয়েছেন।
সে জন্যই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তালিকা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুল থেকে সেই তালিকা সংগ্রহের কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা (ডিআই-মাধ্যমিক)। এবার রোস্টার অনুযায়ী, বিভিন্ন স্কুলে কোন ক্যাটেগরিতে কত সংখ্যক শূন্য পদ রয়েছে, তার তালিকা এসে গেলে, তা চূড়ান্তভাবে যাচাই করবেন জেলাশাসকরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ