কিছুদিন ধরেই ফের সোশ্যাল মিডিয়ায় চর্চায় উরফি জাভেদ (Uorfi Javed)। খবর তাঁকে নাকি অশ্লীল পোশাক পরার অপরাধে আটক করেছে দুবাই পুলিশ। এই নিয়ে যখন চর্চা বেশ রঙিন হয়ে উঠেছে, কখনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বোমা ফাটালেন উরফি জাভেদ। কান্নায় ভেঙে পড়লেন। আবার সমাজের নীতি পুলিশদের হুঁশিয়ারও করে দিলেন। কী এমন পোস্ট করলেন উরফি তাঁর ভিডিয়ো বার্তায়? শুনে নেব।