
বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডার বদলে এবার নির্বিষ শীত। ক্রিসমাস ইভ-এর সন্ধেয় উৎসবে মাতোয়ারা জনতার শীতপোশাকের দরকার মিটেছে। শনিবার দুপুর থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু উপকূলে বঙ্গোপসাগরের উপর একটি সিস্টেম রয়েছে এবং আগামীকাল একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আগামী তিন থেকে চারদিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ পুরো রাজ্যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে ।
কুয়াশায় ঢাকবে বাংলা
জলীয় বাষ্পের জেরে বাড়বে কুয়াশা। গোটা উত্তরবঙ্গজুড়েই ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা থাকবে ৫০ থেকে ২০০ মিটার। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় থাকবে ঘন কুয়াশা। কলকাতাতেও মাঝারি কুয়াশা প্রভাব থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
বছর শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমে। সোমবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের এই দুই জেলাও। এছাড়াও উত্তরবঙ্গে ক্রিসমাস ইভ থেকে ক্রিসমাসে বড় কাঁটা বৃষ্টি। পাহাড়ে এই মুহূর্তে তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। এই হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে বৃষ্টিতে পণ্ড হতে পারে বড়দিনের বিশেষ উৎসব। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে এই মুহূর্তে পর্যটকে ছয়লাপ । রয়েছে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা। কিন্তু বৃষ্টির জেরে সেই সমস্ত পরিকল্পনা বানচাল হতে পারে বলে আশঙ্কা। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারি নয়, বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।
আবার কবে ফিরবে শীত?
শীতের অনিয়মিত ইনিংসে তিতিবিরক্ত বঙ্গ। হাওয়া অফিসের মতে, বুধবার থেকে তাপমাত্রার পারদ আবার নিম্নমুখী হবে। ২৯ ও ৩০ তারিখে তাপমাত্রা ১৩ থেকে ১৪ কাছাকাছি চলে আসবে কলকাতায়। শুধু কলকাতা নয়, সারা রাজ্যেরই তাপমাত্রা তখন নিম্নমুখী হবে। উত্তরবঙ্গেও ২৯ ও ৩০ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।