Brucellosis : কোভিড আতঙ্কের মধ্যেই রাজ্যে ব্রুসেলোসিসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু? বাড়ছে উদ্বেগ – one person from bardhaman bhatar reportedly died with brucella


রাজ্যে প্রথম ব্রুসেলোসিসে (Brucellosis) আক্রান্তের মৃত্যু? বড়দিনে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়েছে। জানা গিয়েছে, ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিনে (Calcutta School Of Tropical Medicine) ভর্তি ছিলেন ওই রোগী। সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রয়াত ওই ব্যক্তির নাম শরবিন্দু ঘোষ (৫১)। পূর্ব বর্ধমানের ভাতারের ওই বাসিন্দাকে ৩০ নভেম্বর স্কুল অফ ট্রপিকল মেডিসিনে ভর্তি করা হয়। এর আগে একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। কিন্তু, সুস্থ হয়ে ওঠেননি তিনি। যদিও তাঁর ডেথ সার্টিফিকেটে কোথাও ব্রুসেলোসিসের উল্লেখ নেই। কিন্তু, পরিবারের সদস্যদের দাবি তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্য দফতরের তরফে এখনও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ধমানের উপ মুখ্যস্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট জানান, এই ধরনের কোনও খবর তাদের কাছে নেই।

কীভাবে ব্রুসেলোসিসে আক্রান্ত হলেন ভাতারের এই বাসিন্দা?

তাঁর পরিবারের সদস্যদের দাবি, দুর্গাপুজোর ঠিক আগে প্রাণীবন্ধুরা তাঁর বাড়িতে এসেছিলেন ব্রুসেলা টিকা দিতে। টিকা দেওয়ার পর গবাদি পশুদের স্নান করিয়েছিলেন তিনি। পরিবারের সন্দেহ, সেখান থেকেই তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, এরপরেই ধুম জ্বর আসে শরবিন্দুর। এমনকী, ডায়ারিয়ার উপসর্গও দেখা দেয়।

Covid Hospital : আপাতত প্রতিটি জেলার ২টি হাসপাতালে করোনা ইউনিট
প্রথমে জেলার হাসপাতাল পরে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে তাঁকে নিয়ে আসা হয় ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিনে। চিকিৎসকরা জানাচ্ছেন, একাধিক অন্যান্য রোগ ছিল শরবিন্দুর। জানা গিয়েছে, তাঁর ডেথ সার্টিফিকেটে ব্রুসেলোসিসের উল্লেখ করা হয়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, ডেথ সার্টিফিকেটে কেবল মাল্টি অর্গান ফেলিওর এবং সেপটিক শকের উল্লেখ করা হয়েছে। কিন্তু, তাঁরা আরও দাবি করেছেন, তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর চিকিৎসাও করা হচ্ছিল।

Coronavirus in India : বড়দিনের আগেই বড় বিপদের আশঙ্কা, রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখার নির্দেশ কেন্দ্রের
ব্রুসেলোসিস কী?

ব্রুসেলা নামক একটি ব্যাকটেরিয়া থেকে এই রোগ হতে পারে। এই রোগ মূলত গবাদি পশুদের মধ্যে দেখা যায়। ফলে পশুপালন বা আক্রান্ত গোরুর দুধ ফুটিয়ে না খেলে, তাদের সংস্পর্শে এলে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রুসেলোসিসের কিছু উপসর্গের সঙ্গে করোনার মিল রয়েছে। জ্বর, গা-হাত পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত হচ্ছে বিশ্বের একাধিক দেশে। এক মধ্যে বর্ধমানের মৃত ব্যক্তির পরিবারের দাবি ঘিরে উঠেছে চাঞ্চল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *