কীভাবে ব্রুসেলোসিসে আক্রান্ত হলেন ভাতারের এই বাসিন্দা?
তাঁর পরিবারের সদস্যদের দাবি, দুর্গাপুজোর ঠিক আগে প্রাণীবন্ধুরা তাঁর বাড়িতে এসেছিলেন ব্রুসেলা টিকা দিতে। টিকা দেওয়ার পর গবাদি পশুদের স্নান করিয়েছিলেন তিনি। পরিবারের সন্দেহ, সেখান থেকেই তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, এরপরেই ধুম জ্বর আসে শরবিন্দুর। এমনকী, ডায়ারিয়ার উপসর্গও দেখা দেয়।
প্রথমে জেলার হাসপাতাল পরে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে তাঁকে নিয়ে আসা হয় ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিনে। চিকিৎসকরা জানাচ্ছেন, একাধিক অন্যান্য রোগ ছিল শরবিন্দুর। জানা গিয়েছে, তাঁর ডেথ সার্টিফিকেটে ব্রুসেলোসিসের উল্লেখ করা হয়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, ডেথ সার্টিফিকেটে কেবল মাল্টি অর্গান ফেলিওর এবং সেপটিক শকের উল্লেখ করা হয়েছে। কিন্তু, তাঁরা আরও দাবি করেছেন, তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর চিকিৎসাও করা হচ্ছিল।
ব্রুসেলোসিস কী?
ব্রুসেলা নামক একটি ব্যাকটেরিয়া থেকে এই রোগ হতে পারে। এই রোগ মূলত গবাদি পশুদের মধ্যে দেখা যায়। ফলে পশুপালন বা আক্রান্ত গোরুর দুধ ফুটিয়ে না খেলে, তাদের সংস্পর্শে এলে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রুসেলোসিসের কিছু উপসর্গের সঙ্গে করোনার মিল রয়েছে। জ্বর, গা-হাত পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত হচ্ছে বিশ্বের একাধিক দেশে। এক মধ্যে বর্ধমানের মৃত ব্যক্তির পরিবারের দাবি ঘিরে উঠেছে চাঞ্চল্য।