বড়দিনের সকালে হাওড়া ময়দানে (Howrah Maidan) জেলাশাসকের অফিসের সামনে পথ দুর্ঘটনা। ২৮ নম্বর রুটের একটি বেসরকারি বাস গ্যারেজে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। এই ঘটনায় একজন পথচারী আহত হয়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ (Howrah Police)। পুলিশ বাসের চালককে আটক করেছে। ঘাতক বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা। বাসে যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে বড়দিনের সকালেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বাসটিকে গ্যারেজে নিয়ে যাওয়ার কারণে বাসে কোনও যাত্রী ছিল না। ধৃত বাসের চালক বলেন, “বাসটিকে আমি গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম। এরকম সময়ে মনে হচ্ছে বাসের ব্রেক ফেল করে যায়। আমি নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তখনই বাস গিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে। বুঝতে পারলাম না, এরকম কী করে হল। আমি ইচ্ছে করে কিছু করিনি।” এমনিতেই উৎসবের মরশুমে বাড়িতে নজরদারি রয়েছে হাওড়া জেলা পুলিশের (Howrah District Police)। বড়দিনের সকাল থেকেই বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি টহল দিতে শুরু করে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। উৎসবের দিনে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
গত অগাস্ট মাসেই একটি বাসের টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাওড়ার (Howrah) পাঁচলায় ভয়াবহ পথ দুর্ঘটনা তিন যাত্রীর মৃত্যু হয়। একটি যাত্রিবাহী বাসের টায়ার ফেটে যায়। তার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লরিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। গুরুতর জখম হন অন্তত ১৭ জন। সল্টলেকের করুণাময়ী থেকে হাওড়ার আমতার দিকে আসছিল একটি বেসরকারি একটি বাস। ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলা বাসটির সামনের একটি টায়ার ফেটে যায় পাঁচলার ধুলোরবাঁধ এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি চলন্ত লরিকে। সংঘর্ষে বাস এবং লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।