Kiara-Sidharth: তবে কি কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের প্রস্তুতি শুরু – sidharth malhotra and kiara advani spotted together at manish malhotra house


Embed

এবার সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের জল্পনার মাঝেই দু’জনকে দেখা গেল মনিশ মালহোত্রার (Manish Malhotra) বাড়িতে। তবে মনিশ মলহোত্রার বাড়ি থেকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায়নি দু’জনকে। প্রথমে কিয়ারাকে (Kiara Advani) দেখা যায় বেরিয়ে আসতে তারপরে সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) বেরিয়ে আসেন। তবে কী শুরু হল তাঁদের বিয়ের শপিং তাই নিয়েই উঠছে প্রশ্ন। এদিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতেও শোনা গিয়েছে তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *