Kolkata Tourist Places : কলকাতার যেমন তেমনই থাক, ‘দরিদ্র’ ঢাকতে নারাজ নবান্ন – abroad guests of the g-20 conference see the true form of kolkata say nabanna


তাপস প্রামাণিক

বিদেশি অতিথিদের সামনে কলকাতার (Kolkata) ‘দারিদ্র’ ঢাকতে নারাজ নবান্ন। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে শহরে ঢোকার সময়ে কোনও ‘খারাপ’ দৃশ্য যাতে বিদেশিদের চোখে না-পড়ে, সেই জন্য জি-টোয়েন্টি সম্মেলনের (G 20 Summit) আগে ইএম বাইপাসের দু’ধারের অনেকটা নীল-সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে চেয়েছিল কলকাতা পুরসভা (Calcutta Municipality)। সেই জন্য টেন্ডারও ডাকা হয়েছিল। কিন্তু এতে আপত্তি রয়েছে নবান্নের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসন চাইছে, ভালো-খারাপ মিলিয়ে কলকাতার আসল রূপই দেখুন দেশ-বিদেশের অতিথিরা। তাই, টেন্ডার ডেকেও শেষ পর্যন্ত ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত বাতিল করেছে পুরসভা।

Kolkata Heritage Temple : পর্যটন মানচিত্রে স্থান পাচ্ছে ৪০০ বছরের পুরনো বেহালার জয়চণ্ডী ঠাকুরানি মন্দির
কলকাতা পুরসভার (Calcutta Municipality) আধিকারিকরা জানাচ্ছেন, শহরে বড় কোনও অনুষ্ঠান থাকলে ভিভিআইপি-রা যে পথ দিয়ে যাওয়া-আসা করেন, তার আশপাশের এলাকাকে সুন্দর করে সাজানো হয়। সেই সঙ্গে রাস্তার পাশে কোনও ঝুপড়ি, বস্তি, খোলা ভ্যাট অথবা পচা খাল থাকলে সেই সব ঢেকে দেওয়া হয় পাতলা টিন, প্লাস্টিক অথবা কাপড় দিয়ে। রাস্তার ফুটপাথ থেকে ভিখারি ও ভবঘুরেদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। সেই মতো জি-টোয়েন্টি সম্মেলনের (G 20 Summit) আগে ইএম বাইপাসে ভিউ কাটার লাগানোর প্রস্তুতি নিয়েছিল পুরসভা। কিন্তু কলকাতা পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল এখন বলছেন, “আমরা প্রথমে ভেবেছিলাম, হয়তো অন্যান্য বারের মতো এ বারও ভিউকাটার বসবে। সেই জন্য আমরা আগে থেকে টেন্ডার করেছিলাম। কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে, ভিউ কাটার লাগানো হবে না। তাই, টেন্ডার বাতিল করে দেওয়া হচ্ছে।”

Christmas Day : আজ পার্ক স্ট্রিট সন্ধ্যায় পরে কি ‘ওয়াকিং স্ট্রিট’
কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

জি-টোয়েন্টি সম্মেলনের (G 20 Summit) দায়িত্বে থাকা নবান্নের এক কর্তার ব্যাখ্যা, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুজরাত সফরের সময়ে গোটা একটা বস্তি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গুজরাট সরকার (Gujarat Government) দারিদ্রকে আড়াল করতে চাইছে, এমন অভিযোগও শুনতে হয়েছিল বিজেপিকে (BJP)। এই ব্যাপারে সব চেয়ে বেশি সরব হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল। এ বার জি-টোয়েন্টি সম্মেলনের সময়ে গুজরাটের পুনরাবৃত্তি বাংলায় ঘটুক, সেটা একেবারেই চাইছে না নবান্ন।

River Cruise In Kolkata : বিলাসবহুল ক্রুজে কলকাতা টু বারাণসী, জেনে নিন খরচ
কলকাতা পুরসভার (Calcutta Municipality) মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, “ভিউ কাটার বসালে লোকের বেশি কৌতূহল বাড়ে। লোকে ভাবে, আমরা বোধহয় কিছু লুকোতে চাইছি। তা নিয়ে মুখরোচক খবর হয়। আমরা সেই রাস্তায় হাঁটছি না। তার বদলে আমরা যতটা সম্ভব, রাস্তার আশপাশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।” তিনি জানান, জি-টোয়েন্টি সম্মেলন (G 20 Summit) উপলক্ষে কলকাতায় কয়েক হাজার বিদেশি অতিথি আসছেন। তাঁরা যে পথ দিয়ে যাওয়া-আসা করবেন, সেগুলো ঠিক করা হচ্ছে, ভালো ভাবে সারাই হচ্ছে। সেই সঙ্গে রেলিংয়ে নীল-সাদা রং হচ্ছে, ফুটপাথগুলোকে মেরামত করা হচ্ছে, বসছে নতুন আলো। ইএম বাইপাস, উল্টোডাঙা, সায়েন্স সিটি এবং মিলনমেলা গ্রাউন্ডের চারপাশ সবুজে মুড়ে দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে ল্যান্ডস্কেপ। বিদেশি অতিথিরা ক্রুজে় চড়ে গঙ্গা ভ্রমণ করবেন। সেই জন্য প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত গোটা এলাকাকে সাজানো হচ্ছে।

নতুন সাজ তিলোত্তমার

১) প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক, খরচ ৩ কোটি

২) মিলনমেলা প্রাঙ্গণের চারপাশ, খরচ ৩.২০ কোটি

৩) উল্টোডাঙা ফ্লাইওভার থেকে চিংড়িঘাটা মোড়, খরচ ১.৫২ কোটি

৪) দমদম বিমানবন্দর থেকে উল্টোডাঙা, খরচ ৯৫.১৫ লক্ষ

৫) মা ফ্লাইওভার থেকে তাজ বেঙ্গল, খরচ ৮৪.৮৭ লক্ষ

৬) চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি হয়ে ৪ নম্বর ব্রিজ, খরচ ৭১.৪১ লক্ষ

৭) কেষ্টপুর খালপাড়, খরচ ১৩.১৬ লক্ষ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *