North Sikkim Army Accident : বড়দিনের মাঝেই বিষাদের সুর, সিকিমে মৃত সেনার দেহ এল বাঁকুড়ার গ্রামে – an army personnel body brought to his villages who lost live in sikkim accident


West Bengal News : বড়দিনের উৎসবের মধ্যেই বিষাদের সুর বাঁকুড়ায়। সিকিমে পথ দুর্ঘটনায় মৃত জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ রবিবার এসে পৌঁছল তাঁর বাঁকুড়ার গ্রামের বাড়িতে। রবিবার বিষ্ণুপুরের (Bishnupur) বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে জওয়ানের বাড়িতে শববাহী শকটে তাঁর দেহ নিয়ে আসা হয়। কান্নার রোল পড়ে যায় গোটা গ্রামে।

Sikkim Army Truck Accident: এপ্রিলে VRS নেওয়া হল না, অপূর্ণ বাড়ি তৈরির স্বপ্নও! কফিনবন্দি হয়ে ফিরলেন বাঁকুড়ার গোপীনাথ
জানা গিয়েছে, প্রথমে সিকিম থেকে গোপীনাথের দেহ বিমানে করে বাগডোগরায় (Bagdogra) নিয়ে আসা হয়। তারপর এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে পানাগড় সেনা ছাউনি হয়ে ওই সেনাকর্মীর দেহ এসে পৌঁছয় তাঁর গ্রামের বাড়িতে। জওয়ানের মরদেহ বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল ওঠে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন মৃত জওয়ানের বাড়ির সামনে গ্রামবাসীরা ভিড় করেন। সকলেই তাঁদের প্রিয় ‘গোপী’কে একটিবারের জন্য দেখতে এসেছিলেন। তারপর জাতীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলে। অন্যদিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে মৃত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

North Sikkim Army Accident : উত্তর সিকিমে ট্রাক খাদে পড়ে মৃত্যু ১৬ জওয়ানের, কী ভাবে ঘটল দুর্ঘটনা?
প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর সিকিমের জেমা এলাকায় ২০ জন সেনা জওয়ানকে নিয়ে তিনটি ট্রাকের একটি আর্মি কনভয় উত্তর সিকিমের চাটেন থেকে থাংগুর দিকে যাচ্ছিল। বিশেষ সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ওই সেনা কনভয়ের মাঝের একটি ট্রাক রাস্তায় বাঁক নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর খাড়া ঢালে ট্রাকটি ধাক্কা খেয়ে ছিটকে সোজা খাদে উলটে পড়ে যায়।

এই দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ওই ট্রাকে সফররত তিন জন জুনিয়র কমিশন অফিসার-সহ ১৬ জন ভারতীয় জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভালুকা গ্রামের গোপীনাথ মাকুড় নামে এক সেনাকর্মীও ছিলেন।

Bankura News: বন্ধ আবাসন থেকে স্কুল শিক্ষিকার পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
মৃত সেনাকর্মীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গোপীনাথ। তিনি রেখে গেলেন তাঁর বাবা, মা, স্ত্রী, ১১ বছরের একটি পুত্রসন্তান, ভাই এবং ভ্রাতৃবধূকে। গত আগস্টেই শেষবারের মতো বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন গোপীনাথ। এদিকে আগামী মার্চে বাড়ি ফিরে বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় নির্মীয়মাণ বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ওই সেনা জওয়ানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *