Udayan Guha : ‘BSF-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে BJP’, মন্তব্য উদয়নের – minister udayan guha blames central govt for the lost life of prem barman by shoot of bsf


West Bengal News : রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য BSF-কে ব্যবহার করছে BJP। দিনহাটায় (Dinhata) গীতালদহে BSF-র গুলিতে মৃত্যু হওয়া প্রেম বর্মণের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। প্রেমবর্মণ গোরু পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সে দোষী হলে তাঁকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া যেত বলে মত মন্ত্রীর।

Cooch Behar News: পাচারকারী সন্দেহে গুলি, দিনহাটায় যুবকের মৃত্যুতে চাঞ্চল্য
মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এদিন বলেন, “BSF-কে সীমান্ত পাহারার জন্য নিয়োগ করা হয়েছিল অথচ এখন BSF-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য কাজে লাগাচ্ছে কেন্দ্রের BJP সরকার।” তাঁর কথায়, যদি ছেলেটি অভিযুক্ত হয় তাহলে BSF চাইলেই তাঁকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে পারত কিন্তু সেটা না করে তাঁরা প্রেমবর্মণকে নির্মমভাবে খুন করেছে। একইসঙ্গে মন্ত্রী জানান, যদি নামটি প্রেমবর্মণ না হয়ে অন্য কোনও সম্প্রদায়ের হত তাহলে এতক্ষণে BJP ও BSF সকলেই ছেলেটিকে চোরা চালানকারী ও অনুপ্রবেশকারী বলে চালিয়ে দিত।

Udayan Guha : মঞ্চে নেত্রীর ছবি নেই কেন? তৃণমূল নেতার প্রশ্নে ক্ষুব্ধ উদয়ন গুহ
রবিবার নিহত প্রেম বর্মণের বাড়ির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্য তৃণমূল জেলা নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রতিনিধি দল নিহত প্রেম বর্মণের পরিবারের পাশে থাকার বার্তা দেন। তৃণমূলের প্রতিনিধি দল এদিন পরিবারের লোকেদের সঙ্গে গিয়ে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল ও ভারবান্দা এলাকা পরিদর্শন করেন। কীভাবে এই ঘটনা ঘটেছে সেটাও পুলিশের কাছে খোঁজ নেন তাঁরা।

Udayan Guha : মঞ্চের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? মন্ত্রীকে প্রশ্নের পরই পদ খোয়ালেন TMCP নেতা
বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, সিতাই বিধানসভার বিভিন্ন সীমান্ত এলাকায় গত কয়েক মাসে ৫-৬ জনের BSF-র গুলিতে মৃত্যু হয়েছে। BSF-র ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন রয়েছে তেমনি আগামী বিধানসভার অধিবেশনে BSF-র এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর পূর্বাঞ্চল কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর সামনে BSF এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ জোর দেওয়ার কথা বলে রাজ্য। সীমান্তে অসাধু কাজকর্ম রুখতে BSF-এর ভূমিকা যে সর্বাগ্রে রয়েছে, এ দিন তা-ও বুঝিয়ে দেয় রাজ্য। এরপরেও জওয়ানের গুলিতে প্রাণহানির ঘটনায় BSF-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রীয় সরকারের উপর রাজ্য চাপ বাড়াতে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *