Vande Bharat Express Howrah To NJP : হাওড়ায় এল বন্দে ভারত এক্সপ্রেস, লিলুয়ায় সর্টিং ইয়ার্ডে উঁকিঝুঁকি উৎসাহীদের – vande bharat train reach to howrah security has been tighten


চলতি বছরেই রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express), এই ঘোষণা আগেই করা হয়েছিল। এবার হাওড়ায় এল এই ট্রেন। লিলুয়ার সর্টিং ইয়ার্ডে তা রাখা হয়েছে। রবিবার দুপুরে হাওড়ার ডি আর এম মনীশ জৈন সহ পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ট্রেনটি পরিদর্শন করার জন্য ইয়ার্ডে যান। সমস্ত খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নেন ইঞ্জিনিয়ারদের থেকে। ট্রেনটি উদ্বোধনের আগে ভালো করে পরীক্ষা করা হবে বলে জানা দিয়েছে। নীল সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি সপ্তাহে ছয়দিন হাওড়া থেকে নিউজলপাইগুড়ি যাওয়া আসা করবে। এদিকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। কিন্তু, যাতে কোনওভাবেই কেউ উদ্বোধনের আগে ট্রেনের কাছে পৌঁছতে না পারে বা ট্রেনটির যাতে কোনও ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে উদ্যোগী কর্তৃপক্ষ। জানা গিয়েছে, লিলুয়া সর্টিং ইয়ার্ডে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ এই ট্রেনকে নিয়ে। রীতিমতো কৌতুহলী তাঁরা। উলুবেড়িয়ার বাসিন্দা কবীর আলি বলেন, “”শুনেছি এই বছরই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগুড়ি পর্যন্ত এই ট্রেন চলবে বলে শুনেছি। অত্যন্ত উৎসাহী।” আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে এই ট্রেন চলাচল শুরু করবে। উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Howrah NJP Vande Bharat Express: কলকাতা, উত্তরবঙ্গ জুড়ছে বন্দে ভারত এক্সপ্রেসে, বড় ঘোষণা রেলের
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি মাত্র আট ঘণ্টায় পৌঁছানো যাবে এই ট্রেনে। হাওড়া থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়লে তা দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।আবার সেখান থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। বড়দিনের আগেই রাজ্যে বন্দে ভারত ট্রেনটি আসায় রীতিমতো উৎসাহী সাধারণ মানুষ। হাওড়ার বাসিন্দা লিটন দাস বলেন, “জলপাইগুড়িতে আমার বাড়ি। পড়াশোনার জন্য এখানে থাকতে হয়। যদি সত্যিই এত অল্প সময়ে বাড়ি যাতায়াত করতে পারি সেক্ষেত্রে আমার জন্য তা অত্যন্ত ভালো।” এই ট্রেনে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Vande Bharat Express: মোষের পর এবার গরুকে ধাক্কা, ফের দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেস
এদিকে, বিরোধীদের অভিযোগ, এই ট্রেন উদ্বোধনে রাজনৈতিক কৌশল নিয়েছেন মোদী। ট্রেনটি যে এলাকার উপর দিয়ে যাবে সেখানকার সাংসদদের ট্রেনে থাকার নির্দেশ দিয়েছেন নমো, সূত্রের খবর এমনটাই। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *