Birthday Party : বিটাউনে বার্থডে পার্টিতে সব সময়েই দেখা যায় চাঁদের হাট। অনিল কাপুরের জন্মদিনেও দেখা গেল একই ছবি। পরিবার এবং বন্ধুদের নিয়ে এক জমজমাট বার্থডে পার্টি হয়ে গেল বি টাউনে। কাপুর পরিবারের পার্টি বলে কথা সেখানে এলাহি আয়োজন থাকবে এটাইতো স্বাভাবিক। এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নিতু কাপুর থেকে শুরু সঞ্জয় কাপুর রানি মুখার্জিরা। চলুন এক নজরে দেখেনি সেই ভিডিয়ো।