Chinsurah Municipality : ‘অতি উৎসাহী হয়ে ওঁর বাড়ি গিয়েছেন…’, চুঁচুড়ার বিধায়ককে খোঁচা ‘মেজাজ হারানো’ পুর প্রধানের – chunchura municipality chairman amit roy criticized tmc mla asit majumder


West Bengal News : চুঁচুড়ায় পুকুর ভরাট রুখতে গিয়ে স্থানীয় বচসায় মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় পুরসভার চেয়ারম্যান (Chinsurah Municipality) অমিত রায়কে। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর হাতাহাতি হতেও দেখা যায় বলে অভিযোগ। ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে সোমবার সেই বাসিন্দার বাড়িতে হাজির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। দুয়ারে বিধায়ক নিজে ক্ষমা চাইতে আসায় খুশি পিয়ারাবাগান এলাকার বাসিন্দা মিহির তালুকদার। যদিও বিধায়কের এই পদক্ষেপ ‘অতি উৎসাহ’ বলে ব্যাখ্যা চুঁচুড়া পুরসভার (Chinsurah Municipality) চেয়ারম্যান অমিত রায়ের।

Hooghly News : প্রবীণের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ, চেয়ারম্যানের আচরণে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক
গত শনিবার হুগলি চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পিয়ারাবাগান এলাকায় একটি জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে সেখানে হাজির হন পুরসভার চেয়ারম্যান অমিত রায়। জলাশয়ের ধারে পাঁচিল গাঁথার কাজ চলছিল। তা নিয়ে শুরু হয় বচসা। চেয়ারম্যান জানান, কাজ বন্ধ রাখার জন্য। পুলিশ, মহকুমা শাসক এবং জেলা শাসককে বিষয়টি জানানো হবে বলে জানানা তিনি। এরপরেই উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার মাঝেই ধাক্কাধাক্কি শুরু হয়। চেয়ারম্যানকে মারমুখী হতেও লক্ষ্য করা যায়। স্থানীয় এক প্রবীণের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

Trinamool Congress : ‘শিক্ষা নেওয়া উচিত…’, প্রদীপের ইস্তফা প্রসঙ্গ টেনে পোস্ট ‘মর্মাহত’ তৃণমূল নেতার
সোমবার সকালে ওই প্রবীণ অসুস্থ ব্যক্তি মিহিরলাল তালুকদারের সঙ্গে দেখা করেন TMC বিধায়ক। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। অসিত মজুমদার বলেন, “মানবিকতার জন্য তার সঙ্গে দেখা করতে এসেছি। এই বিষয়ে কোনও রং দল দেখি না। কারণ, আমি বিধায়ক।” মিহিরলাল তালুকদারের ছেলে অঞ্জন তালুকদার বলেন, “প্রথমে ওঁকে ধন্যবাদ জানাব। উনি রং-দল না দেখে,অন্যায়ের প্রতিবাদ করেছেন। রাজনীতি যেখানেই থাক, উনি এসে আমার বাবাকে দেখে গিয়েছেন, তাই ওঁকে প্রণাম জানাই।” আপ্লুত প্রবীণ মিহিরলাল তালুকদারও। তিনি বলেন, “আমি খুব সন্তুষ্ট উনি এসেছেন। চেয়ারম্যান এক তরফা এসেছিলেন। তাঁর সঙ্গে কথা বলতে বলতেই উনি আমাকে ধাক্কা দিলেন। আমার রাতে ঘুম হয়নি। এত লোকের সামনে আমাকে অপমান করেছেন। উনি একজন স্নেহধন্য মানুষ। এমন অবিচার করবেন ভাবতে পারিনি। বিধায়ক আসার পর আমি সন্তুষ্ট ও আনন্দিত।”

Balurghat News : পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে ভরাট হচ্ছে খাঁড়ি, সরব বিরোধীরা
যদিও বিষয়টি নিয়ে ‘রাজনীতি’ হচ্ছে বলে দাবি চুঁচুড়া পুরসভার (Chinsurah Municipality) চেয়ারম্যান অমিত রায়ের। তাঁর কথায়, যাঁর কথা বলা হচ্ছে, উনি হয়তো আমার থেকে ছোটোই হবেন। ওঁরাই আমাদের গালিগালাজ করেন, চোর বলেন। ওঁরাই আমার দিকে তেড়ে আসেন। মারতে উদ্ধত হন। আমি আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিই। এটাই হয়েছে ঘটনা। এটা নিয়েই রাজনীতি হচ্ছে। বিধায়ক অসিত মজুমদারের পদক্ষেপ নিয়ে তাঁর কটাক্ষ, “অতি উৎসাহী হয়ে গিয়েছেন ওঁর বাড়ি। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমাকে পুরপ্রধান করেছেন, সেইদিন থেকে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *