কলকাতা বিমানবন্দরে এক বিদেশি মহিলার দেহে পাওয়া গেল কোভিড। এই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। রইল বিস্তারিত
হাইলাইটস
- জানা গিয়েছে, কুয়ালালামপুর থেকে কলকাতায় আসা এক ব্রিটিশ মহিলা নাগরিকের দেহে পাওয়া গিয়েছে করোনাভাইরাস।
- বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা করা হয়।
- সেখানে রিপোর্ট পজিটিভ আসে।
- তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গতকালই চিন থেকে আগত এক ব্যক্তির দেহে করোনাভাইরাস পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে কোয়ারেন্টাইন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। বাংলার কোভিড পরিস্থিতি অবশ্য অনেকটাই স্বস্তিদায়ক। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন নয় জন। ওই দিন সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। আগের দিনের নিরিখে কোভিড সংক্রমণ বেড়েছে তিন জন।
আজ রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মক ড্রিলিং। তার আগেই রাজ্যের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও জরুরি অবস্থার জন্য যাতে রাজ্যগুলি যাতে প্রস্তুত থাকে এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কিনা সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে। বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে সাধারণ মানুষকে সচেতন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের মাস্ক পরা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সহ কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ