Covid Cases In Kolkata : কলকাতায় কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলা, সংস্পর্শে আসা ৩৩ জনকে আইসোলেশন – one british woman tested positive for coronavirus in kolkata airport


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 26 Dec 2022, 2:43 pm

কলকাতা বিমানবন্দরে এক বিদেশি মহিলার দেহে পাওয়া গেল কোভিড। এই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। রইল বিস্তারিত

 

হাইলাইটস

  • জানা গিয়েছে, কুয়ালালামপুর থেকে কলকাতায় আসা এক ব্রিটিশ মহিলা নাগরিকের দেহে পাওয়া গিয়েছে করোনাভাইরাস।
  • বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা করা হয়।
  • সেখানে রিপোর্ট পজিটিভ আসে।
  • তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের কোভিড পরিস্থিতি স্থিতিশীল। কিন্তু, একাধিক দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। এর মধ্যে রয়েছে চিনও। তাই আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। কোনওভাবেই দেশে যাতে কোভিড পরিস্থিতির অবনতি না হয় সেজন্য তৎপর প্রশাসন। রবিবারই চিন থেকে আগত এক প্রবাসীর দেহে করোনাভাইরাস পাওয়া যাওয়ায় উদ্বেগ বেড়েছিল। এবার সেই আতঙ্ক ছড়াল কলকাতাতেও। জানা গিয়েছে, কুয়ালালামপুর থেকে কলকাতায় আসা এক ব্রিটিশ মহিলা নাগরিকের দেহে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই কোয়ারেন্টাইন থাকবেন তিনি। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। ৪৮ বছরের ওই মহিলাকে অ্যাম্বুল্যান্সে বেলেঘাটা আই ডির জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং পরে তাঁকে আইসোলেশনে রাখা হয়। কোভিডের কোন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন তিনি তা জানার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে আসা ৩৩ জন যাত্রীকে আইসিলেশনে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Coronavirus in India : দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে সতর্ক থাকার নির্দেশ
এদিকে গতকালই চিন থেকে আগত এক ব্যক্তির দেহে করোনাভাইরাস পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে কোয়ারেন্টাইন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। বাংলার কোভিড পরিস্থিতি অবশ্য অনেকটাই স্বস্তিদায়ক। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন নয় জন। ওই দিন সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। আগের দিনের নিরিখে কোভিড সংক্রমণ বেড়েছে তিন জন।

Kolkata Airport : কোভিড রুখতে সতর্ক বাংলা, কলকাতা-বাগডোগরা বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা
আজ রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মক ড্রিলিং। তার আগেই রাজ্যের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও জরুরি অবস্থার জন্য যাতে রাজ্যগুলি যাতে প্রস্তুত থাকে এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কিনা সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে। বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে সাধারণ মানুষকে সচেতন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের মাস্ক পরা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সহ কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *