Khirai Flower Garden : ফুলের উপত্যকা ক্ষীরাইয়ে বাড়ছে ভিড়, পর্যটনস্থল গড়ার ভাবনা প্রশাসনের – purba medinipur popular tourist places khirai flower valley find out how to go


West Bengal News : যতদূর চোখ যাবে, বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল। মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি। যদি কেউ চাক্ষুষ করতে চান, তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ক্ষীরাই (Khirai)। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কোলাঘাট, পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল। এই অঞ্চলের অধিকা্ংশ মানুষের জীবিকা হচ্ছে এই ফুলচাষ। একদিকে অর্থ উপার্জন, অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে ক্ষীরাই অঞ্চলে তৈরি করা হয়েছে ফুলের বাগান (Khirai Flower Garden)।

বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে, ফিরে আসতে মন কিছুতেই চাইবে না। নানাধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে, বুঝতে পারবেন না কেউ। ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের ফুল।

Digha Sea beach : বড়দিনের ছুটিতে পর্যটনে জোয়ার, দিঘা থেকে মায়াপুর উপচে পড়ল ভিড়
কিভাবে যাবেন ফুলের স্বর্গরাজ্যে ?

হাওড়া (Howrah) থেকে খড়গপুর (Kharagpur) বা মেদিনীপুর লোকালে (Medinipur Local) চাপতে হবে। দুই ঘন্টার মত সময় লাগে ট্রেনে যেতে। পাঁশকুড়ার পরের স্টেশন হলো ক্ষিরাই। স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুড়ার দিকে ২.৫ কিলোমিটার হেঁটে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর পড়বে কংসাবতী বা কসাই নদী। নদীর দু’ধারেই ফুলের চাষ হয়। এছাড়া পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো পাওয়া যায় ফুলের স্বর্গরাজ্যে যাওয়ার। কাঁসাই ব্রিজ পার হওয়ার পর শুরু হয়ে যাবে ফুলের মেলা।

Digha Hotel Booking: দিঘাতে বড়দিনে হোটেলের তীব্র চাহিদা! নন-এসি রুমও 1500 ছুঁইছুঁই
একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে ক্ষীরাই আদর্শ। তবে, যাঁরা ফুলের স্বর্গরাজ্য দেখতে যাবেন, তাঁদের সঙ্গে করে পানীয় জল ও খাবার নিতে হবে। কারণ, এখানে খাওয়া-দাওয়া করার মতো তেমন কোনও হোটেল নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে বাহারি ফুলের দেখা মেলে এখানে। বড়দিন (Christmas Day) উপলক্ষ্যে রবিবার পিকনিক আর ফুলের দর্শনে বহু মানুষের সমাগম হয়। সকাল থেকে ক্ষীরাই ফুলের বাগানে পর্যটকদের ভিড় উপচে পড়েছিল। ফুলের মেলা দেখার জন্য ছিল লম্বা লাইন।

Digha Khadi Mela : বড়দিনে দিঘায় জমজমাট ‘খাদি মেলা’, সমুদ্র উপভোগের পাশাপাশি চলছে দেদার বেচাকেনা
পাঁশকুড়া পুরসভার (Panskura Municipality) প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান, গত তিন- চার বছর ধরে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ফুল দেখার জন্য ভিড় জমাচ্ছেন। ফুলপ্রেমীদের যাতে সমস্যায় পড়তে না হয় এবং চাষিদের যাতে ক্ষতির মুখে পড়তে না হয়, তার জন্য প্রশাসনের তরফে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সেচ্ছাসেবী সংস্থাগুলিও পর্যটকদের সাহায্যের ব্যাপারে এগিয়ে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *