Kunal Ghosh On Mithun Chakraborty: ‘মিঠুনদার জন্য ছবি ডুবেছে…’ , ‘প্রজাপতি’ নিয়ে বিস্ফোরক কুণাল – kunal ghosh criticize mithun chakraborty claims dev made a mistake by casting him


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 26 Dec 2022, 1:54 pm

এবার প্রজাপতি ছবি নিয়ে মিঠুন চক্রবর্তীকে নিশানা করলেন কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন বিস্তারিত

 

Kunal Ghosh On Mithun Chakraborty
নিশানায় মিঠুন, বিস্ফোরক কুণাল (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম Dev, ফেসবুক Kunal Ghosh)

হাইলাইটস

  • দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
  • এবার মিঠুনকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
  • তিনি বলেন, “দেব ভাল ছেলে কিন্তু মিঠুনদার জন্য ছবি ডুবেছে।”
দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন, মিঠুন চক্রবর্তী BJP করেন। তাই তাঁর ছবি নন্দনে দেখাতে দেওয়া হয়নি। এবার মিঠুনকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “দেব ভাল ছেলে। কিন্তু মিঠুনদার জন্য ছবি ডুবেছে। দেব যদি আগামী দিনে মিঠুনদা চক্রবর্তীকে নিয়ে কোনও ছবি করে সেক্ষেত্রে তাঁকে যেন ডিস্কো ডান্সার জাতীয় চরিত্র দেন। সংবেদনশীল চরিত্র নয়। পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে দশ গোল দিয়েছেন। এখন ছবিকে টানার জন্য হতে পারে BJP বিতর্ক তৈরি করছে। দেবও বলতে পারছে না কিন্তু, মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত আত্মঘাতী।” প্রজাপতি সিনেমাটি নন্দনে প্রদর্শিত হওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে সেই সময় কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Dev: ৭ বছর পর বড় পর্দায় দেব-মিঠুন জুটির কামব্যাক, শহর কলকাতায় ডানা মেলল প্রজাপতি
মিঠুনদার সঙ্গে কাজ করব’
এদিকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে ভবিষ্যতেও তিনি কাজ করবেন তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেন, “আমি রাজনীতির জন্য দেব হইনি, সিনেমার জন্য হয়েছি। দুটি জগতকে আমি আলাদা রাখি। ছবি করার জন্য আমাকে কখনও কোনও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি। আগামী দিনে অভিনেতা বা প্রযোজক হিসেবে মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই।” অর্থাৎ দেব স্পষ্ট করেছেন তাঁর সঙ্গে আলাদা করে রাজনৈতিক কারণে মিঠুন চক্রবর্তীর কোনও সংঘাত নেই। তবে নন্দনে যদি প্রজাপতি দেখানো হয় সেক্ষেত্রে মধ্যবিত্ত দর্শকদের কাছে পৌঁছনো অনেক বেশি সহজ হত, তা জানিয়েছিলেন দেব।

Projapati Dev : শীতে পাখনা মেলবে ‘প্রজাপতি’, এক ফ্রেমে মিঠুন-মমতা-দেব
কেন নন্দনে প্রদর্শিত হচ্ছে না ‘প্রজাপতি’?
এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কোনও ছবি নন্দনে প্রদর্শনের জন্য আগে থেকে বুক করতে হয়। ছবির সঙ্গে যাঁরা যুক্ত থাকে তাঁরা এই কাজ করেন। তবে মিঠুন চক্রবর্তী ছবিতে অভিনয় করায় নন্দনে প্রজাপতি দেখানো হচ্ছে না তা একেবারে ঠিক করা নয়। হয়তো আগে থেকে চিঠি দেওয়া হয়নি বা অন্য কোনও ছবির জন্য আগে থেকে চিঠি দেওয়া হয়েছে।” মোটের উপর নন্দনে প্রজাপতি প্রদর্শন নিয়ে বিতর্ক তুঙ্গেই ছিল। এবার তাতে নতুন মাত্রা যোগ করল কুণাল ঘোষের মন্তব্য।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *