এবার প্রজাপতি ছবি নিয়ে মিঠুন চক্রবর্তীকে নিশানা করলেন কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস
- দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
- এবার মিঠুনকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
- তিনি বলেন, “দেব ভাল ছেলে কিন্তু মিঠুনদার জন্য ছবি ডুবেছে।”
‘মিঠুনদার সঙ্গে কাজ করব’
এদিকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে ভবিষ্যতেও তিনি কাজ করবেন তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেন, “আমি রাজনীতির জন্য দেব হইনি, সিনেমার জন্য হয়েছি। দুটি জগতকে আমি আলাদা রাখি। ছবি করার জন্য আমাকে কখনও কোনও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি। আগামী দিনে অভিনেতা বা প্রযোজক হিসেবে মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই।” অর্থাৎ দেব স্পষ্ট করেছেন তাঁর সঙ্গে আলাদা করে রাজনৈতিক কারণে মিঠুন চক্রবর্তীর কোনও সংঘাত নেই। তবে নন্দনে যদি প্রজাপতি দেখানো হয় সেক্ষেত্রে মধ্যবিত্ত দর্শকদের কাছে পৌঁছনো অনেক বেশি সহজ হত, তা জানিয়েছিলেন দেব।
কেন নন্দনে প্রদর্শিত হচ্ছে না ‘প্রজাপতি’?
এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কোনও ছবি নন্দনে প্রদর্শনের জন্য আগে থেকে বুক করতে হয়। ছবির সঙ্গে যাঁরা যুক্ত থাকে তাঁরা এই কাজ করেন। তবে মিঠুন চক্রবর্তী ছবিতে অভিনয় করায় নন্দনে প্রজাপতি দেখানো হচ্ছে না তা একেবারে ঠিক করা নয়। হয়তো আগে থেকে চিঠি দেওয়া হয়নি বা অন্য কোনও ছবির জন্য আগে থেকে চিঠি দেওয়া হয়েছে।” মোটের উপর নন্দনে প্রজাপতি প্রদর্শন নিয়ে বিতর্ক তুঙ্গেই ছিল। এবার তাতে নতুন মাত্রা যোগ করল কুণাল ঘোষের মন্তব্য।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ