Christmas Day 2022 : রবিবার বড়দিন উপলক্ষ্যে যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০১ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন যাদবপুর কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্তের উদ্যোগে আয়োজিত হয় বাচ্চাদের জন্য একটি অনুষ্ঠান। ১০ হাজার বাচ্চার হাতে তুলে দেওয়া হয় কেক। মিমি চক্রবর্তীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী এবং বিধায়ক দেবব্রত মজুমদার। তারকার মেলাও বসেছিল এদিন যাদবপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং নচিকেতা চক্রবর্তী।