Nadia News : মা বলে বাড়িতে ডেকে নিয়ে অভিনব কৌশলে ছিনতাই! শান্তিপুরে অভিনব প্রতারণা – bangladeshi old lady deceived by some local youths at ranaghat


West Bengal News : বয়স্কা মহিলাকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনে সওয়ারি হল দুই যুবক। রাত হয়ে যাওয়ার কারণে নিজেদের বাড়িতে খাওয়া-দাওয়া করানো হল বৃদ্ধাকে। পরদিন সকালে গন্তব্যস্থলের গাড়িতে তুলেও দেওয়া হল নিয়মমাফিক। আত্মীয়ের বাড়িতে বৃদ্ধা পৌঁছে দেখলেন তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে উধাও নগদ কুড়ি হাজার টাকা, একাধিক দামি শাড়ি। অভিনব কায়দায় প্রতারণার শিকার এক বাংলাদেশি বৃদ্ধা। প্রতারিত বৃদ্ধার নাম হাওয়া খাতুন (৬৫)। আনুকূল্যের অন্তরালে এহেন প্রতারণার বিবরণ শুনে হতবাক পুলিশও।

Social Media Fraud : সোশাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, চাকরির খোঁজে হাজার হাজার টাকা গেল নদিয়ার যুবতীর
বাংলাদেশের এক মহিলার কাছ থেকে অভিনব কৌশলে ছিনতাই শান্তিপুরে (Shantipur)। সর্বস্ব খুইয়ে দেশে ফিরবেন কীভাবে তাই নিয়ে দুশ্চিন্তায় ওই মহিলা। বাংলাদেশের (Bangladesh) দর্শনা থানা এলাকার মদনা গ্রামের বছর ৬৫টির মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য বনগাঁ সীমান্ত পার করে রানাঘাট স্টেশনে আসেন। কৃষ্ণনগরে (Krishnanagar) তাঁর আত্মীয় বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। হঠাৎই রানাঘাট স্টেশনে (Ranaghat Station) ওই মহিলাকে দুই যুবক জিজ্ঞাসা করে “মা আপনি কোথায় যাবেন? চলুন আমরা আপনাকে আপনার আত্মীয়র বাড়ি পৌঁছে দেব।” এই বলে রানাঘাট স্টেশন থেকে ওই মহিলাকে ট্রেনে তোলে ওই দুই যুবক। এরপর মহিলার কাছ থেকে একটি ব্যাগ নিয়ে এক যুবক অন্য বগিতে চলে যায়। অন্য আরেক যুবক মহিলার কাছেই বসে থাকে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে কালীনারায়নপুর পৌঁছতেই দুই যুবক ট্রেন থেকে নেমে পড়ে।

Nadia News : উধাও সিসিটিভি ক্যামেরা! নদিয়াতে দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
মহিলার সন্দেহ হওয়াতে মহিলাও ট্রেন থেকে নেমে ওই দুই যুবককে জিজ্ঞাসা করে আমার ব্যাগ কোথায় গেল ? যদিও যুবকেরা আশ্বস্ত করে – “ব্যাগ আমাদের কাছেই আছে, আপনার চিন্তা নেই।” এরপর অধিক রাত হয়ে যাওয়াতে ওই মহিলাকে ওই দুই যুবক নিয়ে আসে শান্তিপুর কারিকর পাড়ার নিজেদের বাড়িতে। মহিলাকে যত্ন সহকারে রাতের খাওয়া-দাওয়া করানো হয়। সকাল হতেই ওই মহিলা কৃষ্ণনগরের (Krishnanagar) উদ্দেশ্যে বেরিয়ে যায়।

Durgapur News : মানবিকতার নজির দুর্গাপুরে, রাশি রাশি টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন এক ব্যক্তি
বৃদ্ধা নিজের আত্মীয়র বাড়িতে পৌঁছে দেখেন তাঁর যেই ব্যাগে টাকা ছিল এবং বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল সেগুলি কিছুই নেই। দুই যুবকের মধ্যে একজনের ফোন নম্বর নিয়েছিলেন বৃদ্ধা। মইদুল নামে ওই যুবককে ফোন করলে ওই যুবক চুরি করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। অবশেষে বৃদ্ধা নিরুপায় হয়ে পুনরায় ছুটে আসে শান্তিপুর। এরপর শান্তিপুর থানার (Shantipur Police Station) দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা। হাওয়া খাতুন বলেন, “আমি ওঁদের জানিয়েছিলাম, পরেরবার ফের এদেশে আসলে ওঁদের পরিবারের জন্য ভালো বাংলাদেশি শাড়ি এনে দেব। ফোন নম্বরও নিয়েছিলাম। কখন যে ব্যাগ থেকে সব সরিয়ে নিল, বুঝতেই পারিনি।” অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *