West Bengal Weather Update | চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা


West Bengal Weather Update : পূর্বাভাস ছিলই। সেই মতো কার্যত উষ্ণই কেটেছে বড়দিন। গত ১২ বছরের মধ্যে উষ্ণতম ২৫ ডিসেম্বর কেটেছে চলতি বছর। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। রবিবারের থেকে সোমবার তাপমাত্রা আরও বেড়েছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়েছে। অন্যদিকে, জেলায় জেলায় কুয়াশা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চলতি বছর কি আদৌ ঠান্ডা ফিরবে? নিউ ইয়ার ইভ এবং নিউ ইয়ারে কী আদৌ শীতসুখ পাওয়া যাবে?

কবে শীতের প্রত্যাবর্তন?
শীতের পথে কাঁটা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এর জন্য তামিলনাড়ু এবং কেরালায় বৃষ্টিপাত চলছে এবং রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। আর সেই জন্য সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে কমছে না। কিন্তু, আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই কমতে পারে তাপমাত্রার পারদ এবং ১৩ থেকে ১৪ ডিগ্রিতেও নামতে পারে কলকাতার তাপমাত্রা। সেক্ষেত্রে নিউ ইয়ার এবং নিউ ইয়ার ইভে শীতসুখ জমিয়ে উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এই মরশুমে ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা নামলেও তা থিতু হয়নি। ফলে সেভাবে শীত-সুখ উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ।

Winter In Kolkata : ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে ‘মাটি’ বড়দিনের শীতের আমেজ, কনকনে ঠান্ডায় বর্ষবরণের পূর্বাভাস
কুয়াশাচ্ছন্ন আকাশ…
এদিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গই ছিল কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেই জানা যাচ্ছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। সোমবার সপ্তাহের প্রথম দিনেও অধরাই থাকবে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather Update : চলতি বছরে শীতের বিদায়! বড়দিন থেকে বর্ষবরণ, পারদ পতনের সম্ভাবনা ক্ষীণ
কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত?
আসানসোল- ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর- ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া- ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুর- ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং- ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, দমদম- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবন- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক- ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *