বিক্রম দাস: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে শিক্ষকরা! কেন? সিবিআই সূত্রে খবর, চাকরির জন্য যাঁরা টাকা দিতেন, তাঁদের নামের তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিত বিভিন্ন কলেজের কর্মরত শিক্ষকদের একাংশ। প্রতিটি জেলায় কমপক্ষে এমন ২ জন পার্থ ঘনিষ্ঠ শিক্ষক ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্তদের বেশ কয়েকজনকে নিজাম প্য়ালেসে জেরাও করেছেন তদন্তকারীরা। আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে চলতি সপ্তাহে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরাও এখনও। ইংরেজি নববর্ষ এবার জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্য়ায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ে আদালত। শেষ যেদিন আদালতে পেশ করা হয়েছিল, সেদিন পার্থ বলেছিলেন, ‘আমার ওপর যাঁরা আস্থা রেখেছিলেন, এখনও আস্থা রাখুন, সত্যের জয় হবেই’। তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি নববর্ষে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘বন্ধুবান্ধব ও সহকর্মী’দের। এবার তদন্ত উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন: Jalpaiguri Awas Yajona Home Scam: গোয়াল ঘর দেখিয়ে আবাস যোজনায় নাম! সাফাই দিলেন পঞ্চায়েত সদস্য
এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি-র সন্ধানে বিকাশভবনে পৌঁছে গিয়েছে সিবিআই। ২৩ ডিসেম্বর, শুক্রবার সল্টলেকে শিক্ষামন্ত্রীর সচিবালয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকারী সংস্থার একটি দল। সূত্রের খবর, স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ের ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানতে চান, কোন ইমেল আইডি ব্যবহার করতেন কোন ইমেল আইডি ব্য়বহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? পাসওয়ার্ড কি ছিল? বিকাশ ভবন থেকে ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত নথিও সংগ্রহ করে সিবিআই।