অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতারির তিন মাস আগে থেকেই কেয়ারটেকরকে বেতন দিতেন না! ঠিক কী বললেন তিনি?
হাইলাইটস
- বড় বাংলোয় তাঁরা থাকেন বলতে স্বামী-স্ত্রী।
- অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বাংলোর খোঁজ আর কেউ নেননি।
- বেতনও জোটেনি তাঁদের।
ঝর্ণা দাস আরও বলেন, “বাড়ির চাবি আমাদের হাতেই রয়েছে। কেউ তা নিতেও আসেনি। আমরা দায়িত্ব ঝেড়ে ফেলতে পারছি না। ঠিক আগে যেমন বাড়ির পরিচর্যা করতাম বিনা বেতনে এখনও সেভাবেই পরিচর্যা করি।” কার হাত থেকে বেতন নিতেন তাঁরা। ঝর্ণা জানিয়েছেন অর্পিতাই তাঁকে টাকা দিতেন। প্রথমে সাড়ে তিন হাজার টাকা বেতন পেতেন তিনি। পরে বেতন বৃদ্ধির আবেদন জানাতে অর্পিতা মুখোপাধ্যায় তাঁর এ বেতন চার হাজার টাকা করেছিলেন। চলতি বছর পুজোর সময় বেতন বৃদ্ধির কথাও হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু, তার আগেই গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়।
সেক্ষেত্রে কেন এই বাড়ি আগলে রয়েছেন তিনি?
এই বাড়ি দেখলে বোঝায় জো নেই যে সেখানে কেউ থাকেন না। রীতিমতো ‘ঝকঝকে তকতকে’ করে রাখা হয়েছে চারিদিক। নেমপ্লেট ‘অপা’-তে সামান্যতম ধুলোও নেই। বাড়ির সামনে থাকা সবুজের নিয়মিত যত্ন করা হয়। বেতন না পেয়য়ে কীসের আশায় বাড়িটি দেখাশোনা করেন ঝর্ণারা? এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমরা এখানে থাকি। শুধু অপেক্ষা করে আছি সেই দিনটির জন্য যেদিন পার্থ-অর্পিতা ছাড়া পাবেন। সেই দিন পুরো বেতনটি তাঁদের থেকে চাইব।” উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারের পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার? সেই বিষয়েও ওঠে প্রশ্ন। যদিও সংবাদ মাধ্যমের সামনে অর্পিতা দাবি করেছিলেন, এই অর্থ তাঁর নয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ