বর্ধমানের নবাবহাট মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

হাইলাইটস
- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বর্ধমানের নবাবহাট মোড়ে।
- ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর।
- ট্রাফিক পুলিশের উদাসীনতার জন্যেই পথ দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কাজ ছেড়ে টাকা তুলতে ব্যস্ত ট্রাফিক কর্মীরা। তার ফলেই এই দুর্ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ট্রাফিক এখানে নিয়মিত টাকা তোলে। একশো টাকা দিলে তবে গাড়ি ছাড়ে। গাড়ি দাঁড় করিয়ে চাবি খুলে নিয়ে টাকা চায়। এইসব করার কারণেই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, “ টাকা দিলে তবে এঁরা গাড়ি ছাড়ে। কেউ না দিলে পিছনে দৌড়ে গিয়ে ধরে। এইসব করতেই ব্যস্ত ট্রাফিক এবং সিভিকরা। সেই কারণেই মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।” ট্রাফিক পুলিশ কিয়স্ক ভাংচুর হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ ও র্যাফ।
প্রসঙ্গত, জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকা বলেই চিহ্নিত এই নবাবহাট এলাকা। চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাস নবাবহাট এলাকায় ১০৮ শিবমন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় বর্ধমানগামী একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই গাড়িটির পিছনে ছিল একটি অ্যাম্বুল্যান্স। তাতে রোগী-সহ চার থেকে পাঁচজন ছিলেন। সামনের গাড়িটিকে দুর্ঘটনার কবলে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন অ্যাম্বুল্যান্স চালক। তখুনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় রাস্তার পাশের পুকুরে পড়ে যায় অ্যাম্বুল্যান্স ও আরও একটি গাড়ি। একের পর এক দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক কর্মীদের আরও সচেতন হওয়ার ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ