Bardhaman Road Accident : বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, ট্রাফিক কিয়স্ক ভাঙচুর-মারধর! তুমুল উত্তেজনা – bardhaman road accident local people vandalised traffic booth


বর্ধমানের নবাবহাট মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

 

Bardhaman Road Accident
দুর্ঘটনা

হাইলাইটস

  • পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বর্ধমানের নবাবহাট মোড়ে।
  • ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর।
  • ট্রাফিক পুলিশের উদাসীনতার জন্যেই পথ দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
Bardhaman News : পথ দুর্ঘটনাকে (Road Accident) কেন্দ্র করে তুমুল উত্তেজনা বর্ধমানের নবাবহাট মোড়ে। ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের (Bardhaman) নবাবহাট মোড় এলাকায়। ট্রাফিক পুলিশের (Traffic Police) উদাসীনতার জন্যেই পথ দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দুর্ঘটনার পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশের কিয়স্ক। কয়েকজন ট্রাফিক কর্মীদের মারধর করার অভিযোগ। চূড়ান্ত উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার (Burdwan Police) বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ নবাবহাট মোড় (Nababhat More) এলাকায় রাস্তা পারাপারের সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি ট্যাংকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পরপর দুটি ট্রাফিক কিয়স্ক ভেঙে দেওয়া হয়। ট্রাফিক কর্মীদের (Traffic Police) বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এমনকি ট্রাফিক কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। বেশ কয়েকজন ট্রাফিক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Bardhaman News : কম্বল মোড়া অবস্থায় শিশুর দেহ উদ্ধার, চাঞ্চল্য বর্ধমানে
স্থানীয়দের অভিযোগ, কাজ ছেড়ে টাকা তুলতে ব্যস্ত ট্রাফিক কর্মীরা। তার ফলেই এই দুর্ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ট্রাফিক এখানে নিয়মিত টাকা তোলে। একশো টাকা দিলে তবে গাড়ি ছাড়ে। গাড়ি দাঁড় করিয়ে চাবি খুলে নিয়ে টাকা চায়। এইসব করার কারণেই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, “ টাকা দিলে তবে এঁরা গাড়ি ছাড়ে। কেউ না দিলে পিছনে দৌড়ে গিয়ে ধরে। এইসব করতেই ব্যস্ত ট্রাফিক এবং সিভিকরা। সেই কারণেই মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।” ট্রাফিক পুলিশ কিয়স্ক ভাংচুর হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ ও র‍্যাফ।

Bardhaman News : বিমানবন্দরে নিখোঁজ মহিলা উদ্ধার বর্ধমানে
প্রসঙ্গত, জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকা বলেই চিহ্নিত এই নবাবহাট এলাকা। চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাস নবাবহাট এলাকায় ১০৮ শিবমন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় বর্ধমানগামী একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই গাড়িটির পিছনে ছিল একটি অ্যাম্বুল্যান্স। তাতে রোগী-সহ চার থেকে পাঁচজন ছিলেন। সামনের গাড়িটিকে দুর্ঘটনার কবলে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন অ্যাম্বুল্যান্স চালক। তখুনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় রাস্তার পাশের পুকুরে পড়ে যায় অ্যাম্বুল্যান্স ও আরও একটি গাড়ি। একের পর এক দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক কর্মীদের আরও সচেতন হওয়ার ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *